৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ, কী বলছেন শিক্ষামন্ত্রীরা?

৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ, কী বলছেন শিক্ষামন্ত্রীরা?

 

নয়াদিল্লি:  কোনও ভাবেই যেন বাগে আসছে না করোনা৷ প্রতিদিন হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ এদিকে, সংক্রমণ রুখতে গত মার্চ মাসে লকডাউন জারি হওয়া থেকেই বন্ধ রয়েছে স্কুল-কলেজের দরজা৷ যার জেরে প্রবল সমস্যায় পড়েছে অসংখ্য পড়ুয়া৷ আপাতত স্কুল-কলেজ খোলার অপেক্ষায় দিন গুণছে তারা৷ 

আরও পড়ুন- BREAKING: চলতি মাসেই বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়, আডবানি-জোশীদের হাজিরার নির্দেশ

 

বর্তমানে আনলক ফোর পর্বে ঢুকে পড়েছে দেশ৷ আনলক ফোরের নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে৷ এই পর্বে সবুজ সংকেত পেয়েছে মেট্রো, ট্রেন চলাচলে৷ সতর্কতা অবলম্বন করে স্কুল-কলেজ খোলার ছাড়পত্রও মিলেছিল৷ বলা হয়েছিল ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খুলবে৷ তবে দেশজুড়ে যে হারে করোনা সংক্রমণ বাড়ে চলেছে সে দিকে নজর দিয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ গত ৮ সেপ্টেম্বর আংশিক ভাবে স্কুল-কলেজ খোলার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারিও করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছিল৷ কিন্তু আপাতত খুলছে না স্কুল৷ 

আরও পড়ুন- সুখবর! ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে রাশিয়া

 

উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর রাজ্যের কোনও স্কুল খোলা হবে না৷ রাজ্যের শিক্ষামন্ত্রী অরবিন্দ পাণ্ডে বলেন, ক্রমাগত করোনা সংক্রমণের মাত্রা বেড়ে চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, কোনও ভাবেই ছাত্রছাত্রীদের জীবন আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না৷ 

 

কিছু দিন আগে আবার স্কুল খোলা নিয়ে বিস্তৃতি বিবৃতি দিয়েছিলেন হরিয়ানার শিক্ষামন্ত্রী কানোয়ার পাল গুর্জর৷ তিনি বলেছিলেন, স্কুল খোলার জন্য হরিয়ানা সম্পূর্ণ ভাবে তৈরি৷ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অনুমতির অপেক্ষা৷ স্কুল খোলার যাবতীয় তৈয়ারি সম্পন্ন বলেও জানিয়েছিলেন তিনি৷ লকডাউনের মাঝে অনলাইন পড়াশোনার উপরও বিশেষ জোড় দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =