সুখবর! ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে রাশিয়া

সুখবর! ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে রাশিয়া

নয়াদিল্লি: গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারে দাবি জানিয়েছে রাশিয়া৷ যদিও, ৯০ দিনে রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে গোটা বিশ্ব জুড়ে উঠেছিল প্রশ্ন৷ এবার সেই সমস্ত সমালোচনা উড়িয়ে বন্ধু ভারতের পাশে এসে দাঁড়াল রাশিয়া৷ চলতি বছরের শেষে ভারতকে কমপক্ষে ১০ কোটি ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷

দৈনিক সংক্রমণের নিরিখে লাগাতার ৪১ দিন বিশ্ব শীর্ষে উঠে এসেছে ভারত৷  দৈনিক সংক্রমণ প্রায় ৯০ হাজারের কাছাকাছি৷ আমেরিকা ও ব্রাজিলের সঙ্গে জোর টেক্কর দিচ্ছে ভারত৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে করোনা মুক্ত করতে রাশিয়ার তরফে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতকে ১০ কোটি ভ্যাকসিন দেবে রাশিয়া৷ রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়৷ রাশিয়ার তরফের জানানো হয়েছে, এই বছরের শেষে রাশিয়ার ভ্যাকসিন হাতে পেতে পারে ভারত৷ ভারতীয় বেসরকারি ওষুধ প্রস্তুত সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরটরি সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করেছে রাশিয়া৷

বন্ধু রাশিয়ার তরফে এহেন ছাড়পত্র ইতিমধ্যেই নতুন করে আশার আলো জাগাতে শুরু করেছে৷ রাশিয়া সরকারের এই ছাড়পত্রকে স্বাগত জানিয়েছেন চিকিৎসাবিদ্যার বড় অংশ৷ যদিও রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আগেও একাধিক প্রশ্ন তোলা হয়েছিল৷ সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে রাশিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *