নির্বাচন কমিশনার নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের, ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীরও

নির্বাচন কমিশনার নিয়োগে কমিটি গঠন সুপ্রিম কোর্টের, ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীরও

নয়াদিল্লি: দেশের যে কোনও নির্বাচন স্বচ্ছভাবে করতে নির্বাচন কমিশনারদের বড় ভূমিকা থাকে। আর নির্বাচনে এই স্বচ্ছতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত। জানান হয়েছে, এবার থেকে দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে একটি কমিটি। সম্প্রতি এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এই কমিটিতে প্রধানমন্ত্রীরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। অনেকের মতে, শীর্ষ আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা ঐতিহাসিক। 

আরও পড়ুন- ৪০ দিন পর স্বস্তি, অবশেষে জামিন পেলেন নওশাদ

সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনারদের নিয়োগ করার জন্য যে কমিটি তৈরি হবে তাতে সদস্য হিসেবে থাকবেন দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানান হয়েছে। এই তিন সদস্যের কমিটি নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে এবং সেই নামের ভিত্তিতেই কমিশনারদের নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। বর্তমানে প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন কমিশনারদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কিন্তু সেই নিয়ে বিতর্ক কিছু কম হয় না। বিরোধীরা বরাবর দাবি তুলে এসেছে যে সরকার ঘনিষ্ঠ কাউকেই এই পদে বসানো হয়। এই আবহে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।