প্রতিটি রাজ্য চালু করতে হবে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রতিটি রাজ্য চালু করতে হবে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি:  দেশের প্রতিটি রাজ্যকে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা৷ পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কল্যাণ ও সুবিধার্থে মঙ্গলবার আরও কতগুলি নির্দেশ জারি করেছে শীর্ষ আদালত৷ 

আরও পড়ুন- জম্মুর সেনা ঘাঁটির আকাশে ফের ড্রোনের চক্কর, জোড়া বিস্ফোরণে তদন্তভার নিল NIA

এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, অসংগঠিত ক্ষেত্র এবং পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের জন্য এনআইসি’র পরামর্শে একটি পোর্টাল তৈরি করতে হবে কেন্দ্রকে৷ ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে৷ এছাড়াও অভিবাসী শ্রমিকদের জন্য রাজ্যগুলির দাবি অনুযায়ী খাদ্যশস্য বরাদ্দ ও বিতরণ করতে হবে৷ সেই সঙ্গে রাজ্যগুলিকেও পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়ার বন্দোবস্ত করতে হবে৷ ৩১ জুলাইয়ের মধ্যেই শুরু করতে হবে এই কাজ৷ শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্যান্ডেমিক পরিস্থিতিকে প্রতিটি রাজ্যকেই এই প্রকল্প কার্যকর থাকবে৷ যে সকল রাজ্য এখনও ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প কার্যকর করেনি, ৩১ জুলাই ২০২১ এর মধ্যে তা বাস্তবায়িত করতে হবে৷ 

অন্যদিকে, আন্তঃরাজ্য অভিবাসী শ্রমিক (রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিসনস অফ সার্ভিস অ্যাক্ট) ১৯৭৯ অনুযায়ী সমস্ত ঠিকাদারদের নিবন্ধিত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ যেখানে বিপুল সংখ্যায় পরিযায়ী শ্রমিক রয়েছেন, সেখানে কমিউনিটি কিচেন চালানোর কথাও বলা হয়েছে৷ অতিমারি পরিস্থিতি না কাটা পর্যন্ত এই কমিউনিটি কিচেন চালাতে হবে৷ বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চ ‘অভিবাসী শ্রমিকদের সমস্যা’ নিয়ে সুয়ো মোটো মামলারও নির্দেশ দিয়েছে৷ 

আরও পড়ুন- কোভিডে বিপর্যস্ত শিল্প ক্ষেত্রগুলির জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

গত ২৪ মার্চ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে কোভিড প্যান্ডেমিক ও লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন ও কমিউনিটি কিচেন চালানোর নির্দেশ দিয়েছিল৷ গত শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে পরিযায়ী শ্রমিকদের কথা বিবেচনা করে দ্রুত ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *