কোভিডে বিপর্যস্ত শিল্প ক্ষেত্রগুলির জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কোভিডে বিপর্যস্ত শিল্প ক্ষেত্রগুলির জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশের অর্থনীতি৷ এই কঠিন পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের৷ কোভিড আক্রান্ত ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে ১.১ লক্ষ কোটি টাকার লোন গ্যারান্টি স্কিম ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷  এই প্রকল্পের টাকা দুটি ভাগে ভাগ করা হবে৷ স্বাস্থ্য ক্ষেত্রের জন্য বরাদ্দ থাকবে ৫০ হাজার কোটি টাকা৷ এবং অন্যান্ন ক্ষেত্রের জন্য বরাদ্দ থাকবে ৬০ হাজার কোটি টাকা৷ 

আরও পড়ুন- জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুলিশ অফিসার, প্রাণ হারালেন স্ত্রী ও কন্যা

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, এই প্রকল্পে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে৷ ৭.৯৫ শতাংশ সুদের হারে এই ঋণ দেওয়া হবে৷ এর মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ থাকবে বলেও জানান তিনি৷ এই ঋণের গ্যারান্টার থাকবে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি৷ এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র শিল্প বা এমএসএমই সেক্টরকে জামানত ছাড়াই ঋণ দেওয়া হবে৷ পাশাপাশি আরও একটি প্রকল্পের ঘোষণা করেছেন নির্মলা সীতারমন৷ যেখানে স্বল্প সুদে ২৫ লক্ষ ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে ১ লক্ষ ২৫ হাজার টাকার ঋণ দেওয়া হবে৷ এছাড়াও পর্যটন শিল্পকে উদ্বুদ্ধ করতে ট্রাভেল এজেন্সিগুলিকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এবং টুরিস্ট গাইডদের ১ লক্ষ টাকার ঋণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ 

আরও পড়ুন- সন্ত্রাসবাদী, নাকি পাক সেনা? কাশ্মীরে ড্রোন হামলার পরিকল্পনার নেপথ্যে কারা?

প্রসঙ্গত, করোনা প্যান্ডেমিক শুরু থেকেই আর্থিক ধাক্কা সামলাতে নানা প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ গত বছর মে মাসে আত্মনির্ভর ভারত প্রকল্পের সূচনা করা হয়৷ এই প্রকল্পের জন্য ২১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়৷ যা আমাদেরে দেশের মোট উৎপাদনের ১০ শতাংশ বলে উল্লেখ করেছিলেন প্রধানমনত্রী৷ প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় চলতি অর্থবর্ষে ২ লক্ষ কোটি টাকা ক্ষতি হবে বলে জানিয়েছিল আরবিআই৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =