জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুলিশ অফিসার, প্রাণ হারালেন স্ত্রী ও কন্যা

জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুলিশ অফিসার, প্রাণ হারালেন স্ত্রী ও কন্যা

শ্রীনগর:   জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার হরিপারিগামে স্পেশাল পুলিশ অফিসার ফৈয়াজ আহমেদের বাড়িতে জঙ্গি হামলা৷ গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল অফিসার, তাঁর স্ত্রী ও কন্যাকে৷ 
 

আরও পড়ুন- সন্ত্রাসবাদী, নাকি পাক সেনা? কাশ্মীরে ড্রোন হামলার পরিকল্পনার নেপথ্যে কারা?

রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে৷ ফৈয়াজ আহমেদের বাড়িতে জোড় করে ঢুকে পড়ে জঙ্গিরা৷ তাদের বাধা দেওয়ার আগেও এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা৷ জঙ্গীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হন এসপিও ফৈয়াজ আহমেদ, তাঁর স্ত্রী ও কন্যা৷ তাঁদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানেই মারা যায় এসপিও ফৈয়াজ আহমেজ ও তাঁর স্ক্রী৷ তাঁদের মেয়ে রাফিয়াকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু তাঁকেও বাঁচানো সম্ভব হয়নি৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ৷ গোটা এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে৷ 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন লেফটেন্যান্ট জেনারেল এসজি মনোড সিনহা৷ এই ঘটনাকে ‘কাপুরোষিত’ বলে উল্লেখ করেছেন তিনি৷ সোমবার সকালে এসপিও ও তাঁর পরিবারের শেষকৃত্য সম্পন্ন করা হয়৷ নিহত পুলিশ অফিসারের ছেলেও একজন পুলিশ অফিসার বলে জানা গিয়েছে৷ বছর দু’য়েক আগেই ফৈয়াজকে অবসর নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল৷ কিন্তু তিনি সে কথা শোনেননি৷  

আরও পড়ুন- একদিনে ৭৩% ঘাটতি! তাও টিকাকরণে ভারতই সবচেয়ে এগিয়ে, দাবি বিজেপির

জম্মুর এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণের ঘটনার দিনই এই ঘটনাটি ঘটে৷ এই বিমানবন্দরটি পাক সীমান্ত থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত৷ এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের ঘটনাটিও জঙ্গি হানা বলে উল্লেখ করেছেন জম্মু-কাশ্মীরের ডিজি দিলবাগ সিং৷ আবার গতকালই ৫ কেজি বিস্ফোরক সহ এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু পুলিশ৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *