অন্তর্বাসে মঙ্গলসূত্র! গেরুয়া হুমকির মুখে বিজ্ঞাপন মুছেই দিলেন সব্যসাচী

অন্তর্বাসে মঙ্গলসূত্র! গেরুয়া হুমকির মুখে বিজ্ঞাপন মুছেই দিলেন সব্যসাচী

নয়াদিল্লি: মঙ্গলসূত্র বিতর্কে সব্যসাচী মুখোপাধ্যায়৷ নিজের ডিজাইন করা মঙ্গলসূত্রের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি৷ কিন্তু মডেলের পোশাক নিয়ে শুরু হয় বিতর্ক৷ কারণ ওই ছবিতে মডেলকে দেখা যায় অন্তর্বাস পরিহিত অবস্থায়৷ খোলামেলা পোশাকে মঙ্গলসূত্রের বিজ্ঞাপন দেখেই তেড়েফুড়ে ওঠে গেরুয়া শিবির৷ এই বিজ্ঞাপনটি ‘অশ্লীল’ বলে আক্রমণ শুরু হয়৷ 
 

আরও পড়ুন- ভোজপুরিতে ঘোষণা! পাইলটের কাণ্ডে অবাক নেট দুনিয়া

এই বিজ্ঞাপন নিয়ে শুধু বিতর্কই নয়, রীতিমতো হুমকি দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্র নরোত্তম মিশ্র৷ ২৪ ঘণ্টার মধ্যে যদি আপত্তিকর বিজ্ঞাপনটি সরানো না হলে সব্যসাচী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টুইটে তিনি লেখেন, ‘আমি বিজ্ঞাপনটি দেখেছি। বিজ্ঞাপনটি সত্যিই আপত্তিকর। এই বিজ্ঞাপনটি ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে৷ তিনি আরও বলেন,   আমরা বিশ্বাস করি  মঙ্গলসূত্রের হলুদ অংশ পার্বতীর প্রতীক, আর কালো অংশ শিবের। মা পার্বতী বৈবাহিক জীবনের সুখ-শান্তি নিয়ে আসে৷ এর আগেও বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানিয়েছিলাম। এ বার সব্যসাতীকে ব্যক্তিগত ভাবে সতর্ক করতে চাই৷ ২৪ ঘণ্টা সময় দিলাম।’ এই হুমকিপ মধ্যেই বিজেপি-র আইনি উপদেষ্টা আশুতোষ জে দুবে অন্তর্বাস পরিহিত মডেলে মঙ্গলসূত্রর বিজ্ঞাপন করায় সব্যসাচী মুখ্যপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়েছেন।

 

সেলেব্রিটি ডিজাইনারদের তালিকায় প্রথম সারিতেই নাম আসে সব্যসাচী। দীপিকা পাদুকোন থেকে অনুষ্কা শর্মা, সব্যসাচীর পোশাকে বিয়ের মণ্ডপে গিয়েছেন তাঁরা। সম্প্রতি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নতুন জুয়েলারি কালেকশনের কিছু ছবি শেয়ার করেন তিনি।  আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। এমন নয় যে তাঁর ডিজাইন পছন্দ হয়নি৷ কিন্তু বিতর্ক শুরু হয় অর্ধ নগ্ন মডেলকে নিয়ে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =