ভোজপুরিতে ঘোষণা! পাইলটের কাণ্ডে অবাক নেট দুনিয়া

ভোজপুরিতে ঘোষণা! পাইলটের কাণ্ডে অবাক নেট দুনিয়া

নয়াদিল্লি: বিমানের যাত্রীরা তখন আকাশে ওড়ার অপেক্ষায়৷ সফর শুরুর আগে রুটিন ঘোষণা করতে এলেন পাইলট৷ যাঁরা হামেশাই বিমান সফর করেন, তাঁদের কাছে এই ঘোষণা খুবই চেনা৷ তাই অনেকেই বিশেষ মনযোগ দেন না তাতে৷ কিন্তু পাইলট ঘোষণা শুরু করতেই অবাক কাণ্ড৷ হিন্দি বা ইংরেজি নয়৷ একেবারে ভোজপুরী! হ্যাঁ, ভোজপুরী ভাষাতেই ঘোষণা সারলেন পাইলট৷ আর গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করে নিলেন এক যাত্রী৷ যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷ যা দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা৷ 

আরও পড়ুন- অভিষেকের সফরের ঠিক আগে RT-PCR টেস্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি ত্রিপুরায়

বিমানে সওয়ার যাত্রীরা তখন নিজ নিজ আসনে বসে রয়েছেন৷ এমন সময় ভোজপুরী ভাষায় শুরু হয় পাইলটের ঘোষণা৷ যাত্রীদের তিনি স্বাগত জানান এই ভাষাতেই৷ ভোজপুরী সাধারণত পশ্চিম বিহার, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের প্রধান ভাষা। বিমানে দাঁড়িয়ে পাইলকে বলতে শোনা যায়,  ‘বিমানে আপনাদের স্বাগত৷ ক্যাপ্টেন ‘প্রতীক’ আপনাদের স্বাগত জানাচ্ছেন। সোনিকা, ইয়াশি এবং কোমল ক্রু’র দায়িত্বে রয়েছেন৷ ভোজপুরী সবাই বুঝতে পারছেন তো?’ তএই ভিডিয়ো ক্লিপটি শেয়ার করেছেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের এক অফিসার৷ ইতিমধ্যেই এটা ৫৯ হাজার ভিউ হয়েছে৷ উপচে পড়েছে কেমেন্ট বক্স৷  

প্রঙ্গত, কোনও বিমানে হিন্দি-ইংরেজি ছাড়া কোনও আঞ্চলিক ভাষাতে এই ভাবে ঘোষণার ঘটনা বিরল৷ তবে পাইলটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজিনরা৷ এক ইউজার লিখেছেন, ‘ভোজপুরিতে ঘোষণা করার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সকে ধন্যবাদ’৷ এপর এক ইউজার লিখেছেন ‘পাইলটের মধ্যে বিশেষ একটা ব্যাপার রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =