নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিনে রেকর্ড করার পরিকল্পনা আগেই নিয়েছিল বিজেপি। দেশের টিকাকরণে যাতে নতুন রেকর্ড হয় তা নিয়ে ভাবা হয়েছিল আগে থেকেই। সেই অনুযায়ী নতুন লক্ষ্যমাত্রা ছুঁলো ভারত। একদিনে আড়াই কোটি করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হল দেশে! যা আপাতত একদিনে সর্বোচ্চ। এর আগে ৩১ অগস্ট দেশে সর্বোচ্চ ১.৪১ কোটি টিকা দেওয়া হয়েছিল। এই নিয়ে চতুর্থবার ভারত এক দিনে ১ কোটির বেশি টিকাকরণ করল।
আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, গতকাল ৬ ঘণ্টারও কম সময়ে প্রথম এক কোটি ডোজ দেওয়া হয়েছে। দুপুরের মধ্যেই ১ কোটি পার হয়ে গিয়েছিল টিকাকরণ। বিকেলে ৫টার কিছু পরেই সেই মাত্রা পৌঁছে যায় ২ কোটিতে। আপাতত দেশে মোট ৭৯ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এদিন চিনের রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। কারণ এর আগে জুন মাসে চিন একদিনে ২.৪৭ কোটি টিকা দিয়েছিল। আগেই জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান আরএস শর্মা জানিয়েছিলেন যে, গতকাল দেশে প্রতি মিনিটে ৪২ হাজার বা প্রতি সেকেন্ডে ৭০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগে ভারতের টিকাকরণের প্রশংসা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ এই নতুন রেকর্ডের পর আবার ভারত হয়ত তাদের প্রশংসা পাবে।
Every Indian would be proud of today’s record vaccination numbers.
I acknowledge our doctors, innovators, administrators, nurses, healthcare and all front-line workers who have toiled to make the vaccination drive a success. Let us keep boosting vaccination to defeat COVID-19.
— Narendra Modi (@narendramodi) September 17, 2021
আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৪০৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ০৫৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন।