তিনদিনেই ৫৬ হাজারের বেশি আবেদন! ‘অগ্নিপথ’ নিয়ে উচ্ছ্বসিত বায়ুসেনা

তিনদিনেই ৫৬ হাজারের বেশি আবেদন! ‘অগ্নিপথ’ নিয়ে উচ্ছ্বসিত বায়ুসেনা

cc4aad03668d4b4f2eb650525bdfbe3c

নয়াদিল্লি: ভারতের তিন সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ ঘোষণা হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হতে থাকে। এই প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় রাস্তায় অবরোধ, ভাঙচুর করা হয়। অধিকাংশ রাজ্যের অবস্থা প্রায় একই রকম ছিল। কিন্তু সেনাবাহিনী বা সরকার এই সিদ্ধান্ত থেকেই পিছিয়ে আসেনি। কারণ বিরোধিতার মাঝেই হাজার হাজার আবেদন জমা পড়ছিল এই প্রকল্পের জন্য। এবার বড় তথ্য দিল ভারতীয় বায়ুসেনা। জানান হল, মাত্র তিন দিনেই ৫৬ হাজারের বেশি আবেদন জমা পড়েছে তাদের কাছে।

আরও পড়ুন: ‘অগ্নিবীর’ নিয়োগে রয়েছে গুচ্ছ শর্ত, কী কী সুবিধা পাবেন এই সেনারা

এই প্রকল্প ঘোষণা হওয়ার পর ভারতীয় বায়ুসেনা জানিয়েছিল, তাদের বাহিনীতে নেওয়া হবে তিন হাজার জনকে। কিন্তু এখন দেখা গিয়েছে, চাকরির নথিভুক্তি শুরুর তিন দিনের মধ্যেই ৫৬ হাজার ৯৬০টি আবেদনপত্র জমা পড়েছে তাদের কাছে! এটা তারাই টুইট করে জানিয়েছে। প্রথম যেদিন এই প্রকল্পে নিয়োগের জন্য পোর্টাল খোলা হয় সেদিনই বায়ুসেনায় তিন হাজার ৮০০ টি আবেদনপত্র জমা পড়েছিল। এবার তা প্রায় ৬০ হাজারের কাছাকাছি চলে গেল। এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সেনাবাহিনী শিবির। অনেকেই মনে করছেন যে, এই প্রকল্প নিয়ে এবার ধন্দ কাটা শুরু হয়েছে। উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগের প্রক্রিয়া শেষ হবে আগামী ৫ জুলাই।

প্রসঙ্গত, এই প্রকল্পে চার বছরের জন্য নিয়োগ করা হবে৷ প্রথম বছর মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা (বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ)। পরে তা বেড়ে হবে প্রায় ৪৫ হাজার টাকা (চতুর্থ বছরে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ)। অবসরের সময ‘সেবা নিধি’ প্রকল্পে ১১ থেকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে৷ আবেদনকারীর বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে৷ তবে ১৮ বছরের নীচে আবেদনকারীদের ফর্মে পিতা-মাতা বা অভিভাবকের সাক্ষর প্রয়োজন৷ নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরীক মানদণ্ড নির্ধারণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *