‘উদ্ধবের পদত্যাগে আমরা খুশি নই’, খবর শুনেই মন্তব্য শিন্ডে শিবিরের মুখপাত্রের

‘উদ্ধবের পদত্যাগে আমরা খুশি নই’, খবর শুনেই মন্তব্য শিন্ডে শিবিরের মুখপাত্রের

মুম্বই:  তাঁদের যত অভিযোগ, যত সমস্যা সবটাই ছিল দলেরই প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে। উদ্ধব সরকারের পতন ঘটাতে বিজেপি নেতৃত্বের মদতে প্রথমে গুজরাত এবং পরে অসমের হোটেলে গিয়ে ডেরা বাঁধেন বিদ্রোহী শিবসৈনিকরা। জল গড়িয়েছিল আস্থা ভোট পর্যন্ত৷ যদিও তাঁর আগেই বুধবার রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রয়াত বালাসাহেব ঠাকরের বড় ছেলে৷ তাঁর ইস্তফার খবরে বিদ্রোহী শিবিরে পৌঁছতেই দৃশ্যত দুঃখপ্রকাশ করলেন বিদ্রোহী বিধায়কদের অনেকেই। সেই তালিকায় রয়েছেন, একনাথ শিন্ডে শিবিরের মুখপাত্র দীপক কেসরকরও।

আরও পড়ুন- GST: ব্যাঙ্কিং পরিষেবা থেকে খাদ্যপণ্য, দাম বাড়ছে কোন কোন জিনিসের? দেখে নিন তালিকা

বুধবার রাতে সুপ্রিম কোর্ট উদ্ধবের আবেদন খারিজ করে আস্থাভোটের নির্দেশ দেওয়ার পরেই উৎসবে মেতেছিল বিজেপি৷ এদিকে সুপ্রিম নির্দেশ আসার পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ঘোষণা করেন উদ্ধব৷ উচ্ছ্বাসে ফেটে পড়েন বিদ্রোহীরা৷ মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে জড়ো হওয়া বিজেপি নেতারা মিষ্টি বিলি শুরু করেন। কেক কেটে চলে তাঁদের সেলিব্রেশন। কিন্তু একই সময় গোয়ার হোটেলে উপস্থিত বিদ্রোহী শিবসেনা বিধায়কদের মধ্যে কিন্তু উল্লাসের ছবি ধরা পড়েনি।

বুধবার বিকেলে গুয়াহাটি থেকে গোয়ায় পৌঁছন শিন্ডের অনুগামী শিবসেনা বিধায়কেরা। সেখান থেকেই রাতে শিন্ডে শিবিরের মুখপাত্র দীপক বলেন, ‘‘উদ্ধব ঠাকরের পদত্যাগ আমাদের কাছে আনন্দের নয়।’’ তিনি জানান, বিদ্রোহীদের দাবি ছিল এনসিপি এবং কংগ্রেসের হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে জোট বাঁধুক শিবসেনা। কারণ, এনসিপি বা কংগ্রেসের তুলনায় আদর্শগত দিক থেকে বিজেপির অনেক কাছে ছিলেন খোদ শিবসেনার প্রতিষ্ঠাতা  বালাসাহেব।

কিন্তু, বিদ্রোহীদের দাবি মেনে উদ্ধব কোনও ভাবেই ‘মহাবিকাশ আঘাড়ী’ জোট ভাঙতে রাজি ছিলেন না। দীপকের কথায়, বালাসাহেবের হিন্দুত্ববাদী আদর্শকে অনুসরণ করেই তাঁরা বিজেপির সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে সরকারের পতনের জন্য উদ্ধব অনুগামী শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। দীপক বলেন, ‘‘ প্রতি দিন ধারাবাহিক ভাবে  কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষিয়ে তুলছিলেন সঞ্জয়।’’