GST: ব্যাঙ্কিং পরিষেবা থেকে খাদ্যপণ্য, দাম বাড়ছে কোন কোন জিনিসের? দেখে নিন তালিকা

GST: ব্যাঙ্কিং পরিষেবা থেকে খাদ্যপণ্য, দাম বাড়ছে কোন কোন জিনিসের? দেখে নিন তালিকা

নয়াদিল্লি:  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হল ৪৭তম জিএসটি কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকে একাধিক পণ্যের উপর করের হার পরিবর্তনে অনুমোদন দেওয়া হয়েছে। জিএসটি বসছে খাদ্যপণ্যে। পাশাপাশি এবার থেকে চেক ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলির নেওয়া চার্জের ওপরেও ধার্য হচ্ছে জিএসটি। 

 

 

 

আরও পড়ুন- আস্থাভোটের আগেই ইস্তফা মুখ্যমন্ত্রী উদ্ধবের! সুপ্রিম কোর্টের নির্দেশের আসতেই ঘোষণা

 

এদিনের বৈঠকে রাজ্যগুলির অর্থমন্ত্রীদের অধিকাংশ সুপারিশই গ্রহণ করেছে জিএসটি কাউন্সিল৷ বৈঠকে তাঁরাও উপস্থিত ছিলেন৷ রেভিনিউ সচিব তরুণ বাজাজ জানান, আগামী ১৮ জুলাই থেকে কাউন্সিলের সিদ্ধান্ত লাগু হবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন পণ্য আগামী মাস থেকে আরও দামি হতে চলেছে৷

•    মাংস, মাছ, দই, পনির এবং মধুর মতো প্যাকেটজাত এবং লেবেলযুক্ত খাদ্যদ্রব্যের উপর এবার থেকে ৫% জিএসটি লাগু হবে। 
•    দাম বাড়ছে আটা, চালের মতো নন-ব্যান্ডেড পণ্যগুলিরও৷ এগুলি আগের থেকে প্যাকেটজাত করা থাকলে ৫% জিএসটি লাগু হবে৷
•    শাক-সবজি, গম ও অন্যান্য খাদ্যশস্য, আটা, গুড়, মুড়ি, জৈব সারে এবার থেকে ৫ শতাংশ কর আরোপ করা হবে। 

•    ছাপার, আঁকার ও লেখার কালির উপর  জিএসটি হার ১২ % থেকে বেড়ে এবার ১৮ % করা হচ্ছে৷ 
•    ছুরি, পেনসিল সার্পনার, ব্লেড, চামচের দামও বাড়ছে৷ আগে এই সকল পণ্যের রেট ছিল ১২ %৷ এবার হবে ১৮ %৷ 
•    পাম্প, ডিপ টিউবওয়েলের টার্বাইনের পাম্প, সাবমার্সিবল পাম্প, বাইসাইকেল পাম্পের রেট ১২ % থেকে বাড়িয়ে ১৮% শতাংশ করা হচ্ছে৷
•    বীজ, ডাল বাছা ও পরিষ্কার করার মেশিন, পেষাই কলে ব্যবহার করা মেশিনারির উপর কর এক লাখে ৫ % থেকে ১৮ % হচ্ছে৷ 
•    দামি হচ্ছে এলইডি ল্যাম্প, লাইট, ধাতব সার্কিট৷ ১২ % থেকে হবে ১৮%৷
•    সোলার ওয়াটার হিটার আর সিস্টেমের উপর কর ৫ % থেকে বেড়ে হচ্ছে ১৮%৷ 
•    দাম বাড়ছে চামড়ার সামগ্রীর৷ 
•    চামড়ার সামগ্রী, জুতো, মাটি থেকে ইট তৈরির ক্ষেত্রে আগের রেট ছিল ৫ %৷ এবার হবে ১৮%৷ 
•    রাস্তা, ব্রিজ, রেল, মেট্রো, চুল্লির কাজে চুক্তির ক্ষেত্রে ১২ % থেকে কর বেড়ে হবে ১৮ শতাংশ৷ 
•    টেট্রা প্যাকে ১২ % থেকে কর বেড়ে হচ্ছে ১৮ শতাংশ৷ 
•    ওয়েস্ট, পেট্রোলিয়াম, মিথেনের উপরেও জিএসটি বাড়ছে৷ 
•    আরও দামি পালিশ করা ডায়মন্ড৷ আগের রেট ছিল ০.২৫ %৷ এবার হবে ১.৫%৷

•    ভ্রমণের ক্ষেত্রেও বাড়ছে খরচ৷ হোটেলে থাকার ক্ষেত্রে দৈনিক ১০০০ টাকার মধ্যে ভাড়া হলে, ১২ শতাংশ কর লাগু হবে।

•    বাড়ছে হাসপাতালের কেবিন খরব৷ রোগী পিছু ৫০০০ টাকার উপর হাসপাতালে কেবিন ভাড়া হলে আইটিসি ছাড়া ৫ শতাংশ কর লাগু হবে৷ 

•     এছাড়াও উত্তর-পূর্ব ভারত ও বাগডোগরা থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে জিএসটি ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

তবে কিছু সামগ্রী সস্তাও হচ্ছে। যেমন অর্থোপেডিক সামগ্রী, রোপওয়ের মাধ্যমে মালপত্র ও মানুষের যাতায়াতের ক্ষেত্রে খরচ কমবে৷ যেখানে জ্বালানি তেলের দাম সহ  ট্রাক ভাড়া করা হয় সেক্ষেত্রে করের হার ১৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১২ শতাংশ। কিছু প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রেও কর ছাড় মিলতে পারে৷ পাশাপাশি ক্যাসিনো, লটারি, অনলাইন গেমের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা চলবে৷