এক ঘণ্টার জন্য মুলতুবি রাজ্যসভা, শ্রদ্ধা মিলখা সিং-দিলীপ কুমারকে

এক ঘণ্টার জন্য মুলতুবি রাজ্যসভা, শ্রদ্ধা মিলখা সিং-দিলীপ কুমারকে

70c918458a6336f27fa540e5a6e2245a

নয়াদিল্লি:  প্রথম দিন থেকেই উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন৷ এদিন রাজ্যসভায় প্রয়াত দুই সাংসদ রঘুমাথ মহাপাত্র ও রাজীব সাতাভের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ঘণ্টার জন্য অধিবেশন স্থগিত রাখা হয়৷ পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু বলিউডের প্রবীণ অভিনেতা দীলিপ কুমার এবং কিংবদন্তী ক্রিড়াবিদ মিলখা সিং-এর প্রয়াণের কথাও উল্লেখ করেন৷ 

আরও পড়ুন- নয়া মন্ত্রীদের পরিচয় দিতেই হুল্লোড়, মহিলা-দলিতদের চান না অনেকেই, পাল্টা তোপ মোদীর

এদিন রঘুনাথ মহাপাত্র ও রাজীব সাতাভের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনবা প্রকাশ করেন রাজ্যসভার চেয়ারম্যান৷ এক ঘণ্টার জন্য সভা মুলতুবি করার আগে ১৩ জনের অবিচুয়ারিও পাঠ করেন৷ ৯ মে মারা যান মনোনিত সদস্য রঘুমাথ মহাপাত্র৷ তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷ অন্যদিকে, কংগ্রেস নেতা সতাভের মৃত্যু হয় ১৬ মে৷ বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর৷ দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয় রাজ্যসভার অধিবেশন৷ 

আরও পড়ুন- সাইকেলে চেপে সংসদে তৃণমূল, চোখা প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী

এদিকে, দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রয়েছে লোকসভাও৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেছিলেন এবার সংসদে উৎসাহ ও উদ্দীপনা থাকবে৷ কারণ বহু মহিলা ও দলিত সমাজের প্রতিনিধিকে মন্ত্রিসভার অংশ করা হয়েছে৷ মন্ত্রীদের সঙ্গে পরিচয় করানোর সময় তিনি বলেন, কৃষি ক্ষেত্র ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিরাও মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন৷ কিন্তু সেই সময় চিৎকার শুরু হলে মোদী বলেন, হয়তো অনেকেই দেশের মহিলা , ওবিসি ও কৃষক ঘরের সন্তানকে মন্ত্রী হিসাবে দেখে খুশি নন৷ সে কারণেই তাঁদের সঙ্গে পরিচয় করাতে দেওয়া হচ্ছে না৷  
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *