জল্পনার অবসান ঘটিয়ে বিহারের কুর্সিতে নীতীশ, রাজ্যপাল সাক্ষাতে রাজনাথ

জল্পনার অবসান ঘটিয়ে বিহারের কুর্সিতে নীতীশ, রাজ্যপাল সাক্ষাতে রাজনাথ

নয়াদিল্লি: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আগামী পাঁচ বছরের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল নীতীশ কুমারকে৷ জল্পনার অবসান ঘটিয়ে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন বিহারের ‘বিকাশ পুরুষ’৷ নীতীশ কুমার বিহারে সরকার গঠনের দাবি উত্থাপন করার পরই রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী৷ 

আরও পড়ুন- দেওয়ালি কাটতেই ‘মারাত্মক’ স্তরে দিল্লির দূষণ, বাড়ছে উদ্বেগ

রবিবার সকালে বিহারে বিসেছিল এনডি শরিকদের বৈঠক৷ ওই বৈঠকে নীতীশ কুমারকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়৷ এদিন নীতীশ কুমারের বাসভবনেও বসেছিল এনডিএ নেতাদের আলোচনা সভা৷ ২৪৩টির মধ্যে ১২৫টি আসন জিতে সরকার গড়তে চলেছে জেডিইউ-বিজেপি জোট৷ এর আগে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা রূপরেখা তৈরি করে নেন তাঁরা৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ উপস্থিত ছিলেন বিহার ভোটের ইনচার্জ দেবেন্দ্র ফড়নবিশ৷ 

সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার৷ উপ-মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়েও চলছিল জল্পনা৷ চতুর্থ দফায় নীতীশ শাসনে সুশীল মোদীর ভবিষ্যৎ নিয়ে চলছিল টানাপোড়েন৷ সুশীল মোদীর বদলে উঠে আসছিল কামেশ্বর চৌপলের নাম৷ এদিকে বিধানসভা ভোটে এনডিএ জোট ১২৫টি আসন পেলেও, মাত্র ৪৩টি আসন জিতেছে নীতীশ কুমারের জেডিইউ৷ বিজেপি পেয়েছে ৭৪টি আসন৷ ফলে নীতীশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিলই৷ এরই মধ্যে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন নীতীশ৷ তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কুর্সির দাবি করব না৷ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে এনডিএ-র বৈঠকে৷’’ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপান৷ নতুন করে এনডিএ সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার কথাও বলেন ফাগু চৌহান৷ এই ঘটনাকে কেন্দ্র করে আরও ঘনীভূত হয়েছিল জল্পন৷ তবে কি নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন? উঠেছিল প্রশ্ন৷ 

আরও পড়ুন- একরত্তি শিশু-হবু মায়েদের মুখে খাবার তুলে দিতে হবে, নৌকা নিয়ে একাই ১৮ কিমি পথ পাড়ি দেন রেলু

যদিও ভোটের আগে নীতীশই ছিলেন এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর মুখ৷ তাঁর পক্ষেই সওয়াল করেছিলেন অমিত শাহ ও জেপি নাড্ডা৷ প্রতিশ্রুতি মাফিক নীতীশই যে মুখ্যমন্ত্রী হবেন, সে কথা জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীও৷ তবে এনডিএ শিবিরের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন জেডিইউ আরজেডি নেতা মনোজ ঝা৷ তিনি বলেন, জনাদেশ নীতীশ কুমারের পক্ষে যায়নি৷ মাত্র ৪৩ টি আসন পেয়ে তিন নম্বরে নেমে এসেছে নীতীশ কুমারের দল৷ সেই নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করার অর্থ, বিহারের মানুষের সিদ্ধান্তকে অসম্মান করা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 8 =