পেগাসাসে উত্তাল সংসদ, অচলাবস্থা কাটাতে সুদীপ বন্দ্যেপাধ্যায়কে ফোন রাজনাথের

পেগাসাসে উত্তাল সংসদ, অচলাবস্থা কাটাতে সুদীপ বন্দ্যেপাধ্যায়কে ফোন রাজনাথের

নয়াদিল্লি: পেগাসাসের নামে ফোনে আড়ি পাতা কাণ্ডে উত্তাল গোটা দেশ৷ পেগাসাস আঁচে পুড়ছে সংসদ। সংসদে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে স্পাইওয়্যার নিয়ে আলোচনার দাবি তুলেছে তৃণমূল৷ এই ইস্যুতে সরব অন্যান্য বিরোধীরাও। যার জেরে সংসদে তৈরি হয়েছে অচলাবস্থা। বারবার মুলতুবি হচ্ছে অধিবেশন। সমাধান খুঁজতে এদিন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ 

আরও পড়ুন- সীমান্ত নিয়ে সংঘর্ষ! অসম-মিজোরামের মুখ্যমন্ত্রীরা দ্বারস্থ মোদী-শাহের

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন রাজনাথ সিং৷ কী সমস্যা হচ্ছে, কেন তাঁরা হাউজ চালাতে দিচ্ছেন না, তা জানতে চান তিনি৷ এর জবাবে সুদীপবাবু জানান, প্রথম দিন থেকেই তাঁরা সংসদে পেগাসাস নিয়ে আলোচনা চাইছেন৷ এবং সেই সময় সংসদে উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে৷ কেন্দ্রীয় সরকার ইজরায়েল থেকে পেগাসাস সফটওয়্যার কিনেছিলেন কিনা, কিনলে কোন এজেন্সি কিনেছে এবং কী ভাবে তার ব্যবহার করা হয়েছে সে বিষয়ে সংসদে বিস্তারিত ভাবে জানাতে হবে সরকারকে৷ যতক্ষণ না পেগাসাস নিয়ে আলোচনা হচ্ছে ততক্ষণ হাউজ চলতে দেবেন না তাঁরা৷ তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও হ্যাক করা হয়েছে৷ তাছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন, সমস্ত ফোনের রেকর্ডিং, কল লিস্ট তাঁর কাছে রয়েছে৷ ফলে তাঁরা আরও বেশি আতঙ্কিত৷ এদিন সেকথাও তুলে ধরেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাফ জানান, লোকসভায় অন্যান্য ইস্যু বাদ দিয়ে আগে পোগাসাস নিয়ে আলোচনা করতে হবে কেন্দ্রকে৷  

আরও পড়ুন- ত্রিপুরায় আটক প্রশান্তের টিমের একাধিক সদস্য! কাঠগড়ায় বিপ্লব

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হাউজ চলছে না৷ লোকসভা ও রাজ্যসভায় কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম৷ অন্যদিকে, রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব এনেছে তৃণমূল৷ মুলতুবি প্রস্তাবের নোটিস দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়৷ ফলে পেগাসাস নিয়ে উত্তাল হতে পারে রাজ্যসভাও৷ ইতিমধ্যেই পেগাসস নিয়ে সরকারি বিবৃতিপত্র ছিনিয়ে সাসপেন্ড হয়েছেন শান্তনু সেন৷ তবে পেগাসাস নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত সংসদ চলতে দেবে না তৃণমূল৷ এই সিদ্ধান্তে অনঢ় তাঁরা৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *