সীমান্ত নিয়ে সংঘর্ষ! অসম-মিজোরামের মুখ্যমন্ত্রীরা দ্বারস্থ মোদী-শাহের

সীমান্ত নিয়ে সংঘর্ষ! অসম-মিজোরামের মুখ্যমন্ত্রীরা দ্বারস্থ মোদী-শাহের

গুয়াহাটি: উত্তর-পূর্বে দুই রাজ্যের সীমান্ত নিয়ে ব্যাপক সংঘর্ষে উত্তেজনা ছড়াল। অসম এবং মিজোরামের সীমান্তের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন লায়লাপুর সীমান্তের কাছে অসমের সরকারি আধিকারিকদের উপর মিজোরামের দিক থেকে ইট এবং পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে গুলি চলার মতো ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সীমান্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দুই রাজ্য সরকারের পক্ষ থেকে। এই ঘটনায় ইতিমধ্যে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।

জানা গিয়েছে, সীমান্ত সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল দুই রাজ্যের বাসিন্দাদের‌ মধ্যে। ইতিমধ্যেই অসম পুলিশ বাহিনীর সঙ্গে মিজোরামের বাসিন্দাদের সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনকি দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভিডিও টুইটারে পোস্ট করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইট করে লিখেছেন, মিজোরামের সাধারণ এক দম্পতি রাজ্যে ফেরার সময় হেনস্থার শিকার হয় গুন্ডাদের দ্বারা। স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন দয়া করে যাতে এই ব্যাপারে তিনি নজর দেন। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মিজোরাম পুলিশ সুপার সীমানা ঘাঁটি থেকে সরে যেতে বলছেন। না সরলে হিংসাও থামবে না বলা হয়েছে। এই পরিস্থিতিতে কী ভাবে সরকার চালানো যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =