বদলাতে চলেছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, লাগতে পারে এই সকল নথি

বদলাতে চলেছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, লাগতে পারে এই সকল নথি

81a25cffca6717c0889a6ee02ad39a80

নয়াদিল্লি: ট্রেনের টিকিট কাটা নিয়ে অনেক সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের৷ অনেকেই আবার পা দিয়ে ফেলেন অসাধু দাদালদের ফাঁদে৷ প্রতারক ট্যাভেল এজেন্টদের সংখ্যাও নেহাত কম নয়৷ এই সমস্ত অসুবিধা থেকে মুক্তি দিতে নয়া নীতির কথা ভাবছে ভারতীয় রেল৷ এবার থেকে IRCTC-র ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটার জন্য প্রয়োজন হতে  পারে যাত্রীর ব্যক্তিগত নথিপত্রের। 

আরও পড়ুন- ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ‘মহারাজা’র সফর! আকাশে পথে একমাত্র যাত্রী

ট্রেনের টিকিট কাটতে কী কী নথি লাগবে? এ প্রসঙ্গে আরপিএফ-এর ডিরেক্টর অরুণ কুমার জানান, এবার থেকে টিকিট কাটার জন্য যাত্রীদের আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট ডিটেইসের মাধ্যমে লগ ইন করতে হবে৷ এমনটাই চিন্তা ভাবনা করা হচ্ছে৷ এ বিষয়ে কাজও চলছে৷ তাঁর কথায়, টিকিট কাটা নিয়ে নানা সমস্যায় পড়তে হয় যাত্রীদের৷ দালালদের বিরুদ্ধে নানা পদক্ষেপ করা হলেও, তার বিশেষ প্রভাব পড়েনি৷ তাই এবার টিকিট কাটার নিয়মেই ব্যাপক পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে৷ 

আরও পড়ুন- ভুয়ো টিকাকেন্দ্রের মহিলা সহ ১০ পান্ডা গ্রেফতার

নয়া নিয়ম নীতি নিয়ে আলোচনা চালাচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা৷ ইতিমধ্যেই কথা হয়েছে আধার কর্তৃপক্ষের সঙ্গে৷ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে৷ অন্যান্য পরিচয় নথির মধ্যেও ইন্টিগ্রেশনের কাজ চলবে বলে জানিয়েছেন RPF প্রধান। তিনি আরও জানান, এর আগে ২০১৯ সালেও এই ধরনের পদক্ষেপ করা হয়েছিল৷ বেআইনি সফটওয়্যারের সাহায্য নিত দালালরা৷ গত মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ হাজার ২৫৭ জন দালালকে গ্রেফতার করা হয়েছে৷ কোটি কোটি টাকার ব্যবসা চালাত তারা৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *