চলতি মাস থেকেই পকেটে পড়বে টান, খারাপ খবর দিল রেল

চলতি মাস থেকেই পকেটে পড়বে টান, খারাপ খবর দিল রেল

নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণের জেরে দীর্ঘ প্রায় ২ বছর বন্ধ ছিল ট্রেন চলাচল। বিরাট ক্ষতির সম্মুখিন হতে হয়েছিল কর্তৃপক্ষকে। কোভিড ত্রাস কেটে গিয়ে যখন আবার ট্রেন চালু হল তখন মনে করা হয়েছিল যে টিকিটের দাম হয়তো বিরাটভাবে বাড়বে, কিন্তু তেমনটা সেইভাবে হয়নি। কিন্তু এবার হল। জ্বালানির দাম বৃদ্ধির মূল্য রেলের টিকিট দিয়েও চোকাতে হবে যাত্রীদের। কারণ বাড়তে চলেছে টিকিটের দাম। এমনটাই জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- টোটো-ডাম্পারে মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের চার জন-সহ মোট পাঁচ

রেল সূত্রে খবর, ডিজেল ইঞ্জিন চালিত ট্রেনগুলির ভাড়া বৃদ্ধি হতে চলেছে চলতি মাস থেকেই। আগামী ১৫ এপ্রিল থেকে এই ভাড়া বৃদ্ধি পেতে পারে এবং ট্রেনের টিকিট বুকিংয়ের সময়েই এই চার্জ কেটে নেওয়া হবে। সর্বনিম্ন ১০ এবং সর্বোচ্চ ৫০ টাকা বাড়তে পারে টিকিটের দাম বলে জানা গিয়েছে। ডিজেল ট্যাক্স হিসেবে এই অতিরিক্ত ভাড়া বসতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, জেনারেল টিকিটের ক্ষেত্রে ১০ টাকা, স্লিপার ক্লাসে ২৫ টাকা ও এসি ক্লাসের জন্য ভাড়া বাড়তে পারে ৫০ টাকা। যদিও লোকাল ট্রেনের টিকিটের ক্ষেত্রে এমন কোনও ভাড়া বাড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়। আগামী দিন এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এই ভাড়া বৃদ্ধি যে শুধুমাত্র জ্বালানির দামের কারণেই করা হচ্ছে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশের মোট ট্রেনগুলির মধ্যে ৩৭ শতাংশ ট্রেন চলে ডিজেলে। বাকি ট্রেন চলে ইলেকট্রিকে। সেই ডিজেলের দাম বৃদ্ধির ফলেই খরচ নিয়ন্ত্রণ করতে কালঘাম ছুটছে রেল কর্তৃপক্ষের। এই প্রেক্ষিতেই রেলের ঘাটতি কমাতে এই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে বলে জানানো হয়েছে। দেশে পরপর দিন বাড়ছে জ্বালানির দাম। পেট্রল অনেক জায়গায় ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে, ডিজেল প্রায় ছুঁইছুঁই। তাই ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় পাচ্ছে না রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =