কলকাতা: ডাম্পারের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ৷ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিবারের চার সদস্য-সহ মোট পাঁচজনের। সোমবার ভোরে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটিতে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের পরিচয় জানা গিয়েছে৷ তাঁরা হলেন গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, সীমা সাঁতরা,মামণি সাঁতরা এবং টোটোচালক মইনউদ্দিন মিদ্যা।
আরও পড়ুন- উপাচার্যকে চড় মারার হুমকি, আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা গ্রেফতার
সোমবার ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ টোটোয় চেপে মাছ ধরতে যাচ্ছিলেন একই পরিবারের চার জন সদস্য। মৃতরা সকলেই পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামের বাসিন্দা। আর টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, টোটোটি বর্ধমান সিউড়ি রোডে ওঠার পরই দুর্ঘটনাটি ঘটে৷ গুসকরার দিক থেকে দ্রুতবেগে ছুটে আসে একটি পাথর বোঝাই ডাম্পার৷ সজোরে এসে ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক-সহ চার যাত্রীর। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ডাম্পারটিকে৷ তবে ওই ডাম্পারের চালক ও খালাসি পলাতক৷
সপ্তাহের প্রথম দিনেই সাত সকালে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনার জেরে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। তৈরি হয় প্রবল যানজট। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>