কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবন অভিযান কংগ্রেসের, নেতৃত্বে স্বয়ং রাহুল

কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবন অভিযান কংগ্রেসের, নেতৃত্বে স্বয়ং রাহুল

নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে এখনও উত্তপ্ত সিঙ্ঘু সীমান্ত৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার চলছে তাঁদের আন্দোলন৷ কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকেও সমস্যার সুরাহা হয়নি৷ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিদ্রোহী কৃষকদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস শিবির৷ কৃষি আইনের বিরোধিতা করে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন অভিযানে নামছে কংগ্রেস নেতৃত্ব৷ এই অভিযানের নেতৃত্বে থাকবেন স্বয়ং রাহুল গান্ধী৷ 

আরও পড়ুন- ‘ভারতের নম্বর কবে আসবে?’ করোনা ভ্যাকসিন নিয়ে মোদীকে প্রশ্ন রাহুলের

জানা গিয়েছে, আগামীকাল রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে একটি স্মারক লিপি জমা দেবেন কংগ্রেস সাংসদ এবং নেতারা৷ কৃষি আইনের বিরুদ্ধে ২ কোটি মানুষের সাক্ষর রয়েছে ওই স্মারকলিপিতে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সই সংগ্রহ করেছে কংগ্রেসের প্রতিনিধিরা৷ এই স্মারকলিপি জমা দিয়ে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হস্তক্ষেপ দাবি করবে হাত শিবির৷ 

দিল্লির হাড়হিম করা ঠাণ্ডা উপেক্ষা করেই প্রায় এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা৷ তাদের অভিযোগ, নয়া কৃষি আইনে ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হতে হবে তাঁদের৷ এই আইন প্রত্যাহারের দাবিতে তাঁরা অনড়৷ যদিও কেন্দ্রের আশ্বাস এই আইনে ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবে না কৃষকরা৷ এদিকে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে আগামীকাল রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ ভবনের কাছে বিজয় চৌক থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রা করবেন তাঁরা৷ তারপর রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে স্মারকলিপি৷ কৃষি আইনের বিরুদ্ধে সই সংগ্রহের জন্য সারা দেশে অভিযান চালায় কংগ্রেস৷ এর মধ্যে সই রয়েছে কৃষক, কৃষি শ্রমিক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের৷ যাঁরা শুরু থেকেই এই আইনের বিরোধিতা করে আসছেন৷ এই সাক্ষরের মাধ্যমে ২ কোটি মানুষ কষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷ 

আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটেই মিলবে করোনার হদিশ, নতুন টেস্ট কিট আনছে সিপলা

এই কৃষি আইনকে কেন্দ্র করে নতুন করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তরজায় জড়িয়েছে কংগ্রেস৷ এই আইন পাশ করানোর সময়ও সংসদের ভিতরে তীব্র প্রতিবাদ জানিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল৷ কৃষি আইনের বিরোধিতা করেই বিজেপি’র সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে অকালি দলের৷ এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসও৷       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =