মাত্র ১৫ মিনিটেই মিলবে করোনার হদিশ, নতুন টেস্ট কিট আনছে সিপলা

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি এখনও আয়ত্ত্বে আসেনি। উপরন্তু গোদের উপর বিষফোড়ার মতো ব্রিটেনে সন্ধান মিলেছে নতুন ধরনের করোনা ভাইরাসের। উভয় সংকটের এই পরিস্থিতিতে দ্রুত করোনা পরীক্ষার এক নতুন উপায় বাতলাল ওষুধ নির্মাতা সংস্থা সিপলা। বুধবার নতুন ধরনের এক র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের কথা ঘোষণা করেছে তারা। 

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি এখনও আয়ত্ত্বে আসেনি। উপরন্তু গোদের উপর বিষফোড়ার মতো ব্রিটেনে সন্ধান মিলেছে নতুন ধরনের করোনা ভাইরাসের। উভয় সংকটের এই পরিস্থিতিতে দ্রুত করোনা পরীক্ষার এক নতুন উপায় বাতলাল ওষুধ নির্মাতা সংস্থা সিপলা। বুধবার নতুন ধরনের এক র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের কথা ঘোষণা করেছে তারা। 

সিপলার তরফে জানানো হয়েছে, নতুন এই কিটের সাহায্যে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই জানা যাবে কারওর শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা। খুব শীঘ্রই এই কিট বাজারে চলে আসবে বলে দাবি সিপলার। ‘প্রিমিয়ার মেডিক্যাল কর্পোরেশন লিমিটেডে’র সঙ্গে যৌথভাবে এই কিট বাজারে আনছে সিপলা। সব ঠিক থাকলে এই সপ্তাহেই বাজারে আসবে এই নতুন ধরনের কিট। এর নাম ‘সিপটেস্ট’। এ নিয়ে সিপলার তরফ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে ‘প্রিমিয়ার মেডিক্যাল কর্পোরেশন লিমিটেড’ এই নতুন কিট তৈকি করবে। এরপর তার বণ্টনের কাজ সামলাবে সিপলা।

এই কিটের কাজ প্রসঙ্গেও বিবৃতি দিয়েছে সিপলা। ন্যাসোফ্যারিঞ্জিল সোয়াব টেস্ট বা নাক থেকে নমুনা সংগ্রহ করেই এই কিটের নমুনা সংগ্রহ করা হবে। তারপর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই জানা যাবে ওই নির্দিষ্ট ব্যক্তির শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা। তবে ICMR অনুমোদিত ল্যাবেই এই পরীক্ষা করা যাবে বলে জানানো হয়েছে। দ্রুত ফলাফল পাওয়া ছাড়াও এই কিটের আর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই কিটের সাহায্যে পরীক্ষার ক্ষেত্রে কোনও অন্য যন্ত্র প্রয়োজন নেই। এছাড়া এই কিট ৯৮.০৯ শতাংশ সফল বলেও খবর। প্রসঙ্গত, এর আগে সিপলা এলিসা টেস্ট কিট নামে আরও একটি কিট বাজারে এনেছিল। এটি সিপলার দ্বিতীয় সেই টেস্ট। এলিসা কিটের সাহায্যে কারও শরীরে কোভিড-১৯-এর অ্যান্টিবডি রয়েছে কিনা তা জানা যায়। এছাড়াও হায়দরাবাদের CSIR ও IICT-র সঙ্গে জোট বেঁধে করোনার অ্যান্টি ভাইরাল ড্রাগ নিয়েও গবেষণা চালাচ্ছে এই সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eight =