ফের ‘অমর জওয়ান জ্যোতি’ জ্বালাবেন রাহুল! ফেব্রুয়ারিতেই হবে ভূমিপুজো

ফের ‘অমর জওয়ান জ্যোতি’ জ্বালাবেন রাহুল! ফেব্রুয়ারিতেই হবে ভূমিপুজো

নয়াদিল্লি: পাঁচ দশক পর দিল্লি গেটে নিভেছে ইন্দিরা আমলের অমর জওয়ান জ্যোতি৷ অমর জওয়ান জ্যোতিকে মিলিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অনির্বাণ শিখার সঙ্গে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে কংগ্রেস৷ প্রতিবাদে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তাই দিল্লিতে না হলেও ছত্তিশগঢ়ে ফের অমর জওয়ান জ্যোতি জ্বালাতে মরিয়া সোনিয়া-তনয়৷ ইতিমধ্যেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেলের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ শনিবারই রাজ্যে অমর জ্যোতি প্রজ্বলনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শহিদ স্মৃতি সৌধ স্থাপনের জন্য ভূমিপুজো করবেন রাহুল গান্ধী৷ 

আরও পড়ুন- ৫ হাজার কোটি টাকার মালিক, তবুও অনুদান চাইছে BJP!

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানজের স্মৃতিতে অমর জওয়ান জ্যোতি প্রতিষ্ঠা করেছিল তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার৷ ১৯৭২ সালে সেই স্মৃতিসৌধ নিজে উদ্বোধন করেছিলেন ইন্দিরা৷ তবে থেকে রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে অনির্বাণ অমর জওয়াম জ্যোতি৷ পাঁচ দশক পর  অমর জ্যোতির সেই শিখাই নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যদিও সরকারি সূত্রের ব্যাখ্যা, এই জ্যোতি নিভছে না৷ স্থানান্তর হচ্ছে শুধু৷ ইন্ডিয়া গেট থেকে অমর জ্যোতির শিখা নিয়ে যাওয়া হয় নবনির্মীত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। এর তীব্র নিন্দা জানায় কংগ্রেস৷ রাহুল জানিয়ে দেন, ফের অমর জওয়ান জ্যোতি জ্বালাবেন তিনি৷ 

শনিবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, “শহিদ জওয়ানদের বীরত্বের কাহিনী আগামী প্রজন্মের অনুপ্রেরণা৷ যারা দেশের জন্য লড়েনি, তারা এই অনুভূতি বুঝতে পারবে না।” অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাঘেল আরও বলেন, “আমরা ছত্তীসগঢ়ের শহিদ বীর (পুলিশ, প্যারামিলিটারি, সেনা জওয়ান)-দের সম্মান জানাব৷ যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে দেশমাতৃকার রক্ষায় শহিদ হয়েছেন৷ তাঁদের শ্রদ্ধা জানাব। একইসঙ্গে দেশের সেই সকল বীর জওয়ান, যাঁরা আমাদের রাজ্যে শহিদ হয়েছেন, তাঁদেরও এই স্মৃতিসৌধের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে।”

জানা গিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি ছত্তীসগঢ়ে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে জমিহীন শ্রমিকদের জন্য “রাজীব গান্ধী ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা” নামক একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করার  কথা রয়েছে তাঁর৷  এর পরেই ছত্তীসগঢ়ে অমর জওয়ান জ্যোতির ভূমিপুজোয় অংশ নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =