৫ হাজার কোটি টাকার মালিক, তবুও অনুদান চাইছে BJP!

৫ হাজার কোটি টাকার মালিক, তবুও অনুদান চাইছে BJP!

নয়াদিল্লি:  সম্পত্তির নিরিখে দেশের সবকটি রাজনৈতিক দলকে একেবারে দশ গোল দিয়েছে তারা৷ বিগত কয়েক বছর ধরেই দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দলের তকমা রয়েছে তাদের দখলে৷ শিল্পপতিদের কর্পোরেট চাঁদা থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ড, সবেতেই অন্য সবকটি রাজনৈতিক দলরে পিছনে ফেলে কয়েক যোজন এগিয়ে গিয়েছে এই দল৷ অথচ সেই বিজেপি’ই হাত পেতে চাইছে অনুদান! ৫ হাজার কোটি সম্পত্তির মালিক হয়েও নাগরিকদের কাছ থেকে চাঁদা চাইছে গেরুয়া শিবির৷ 

আরও পড়ুন- বিটিং রিট্রিটে কৃষকদের সম্মান সেনার! বিজয় চকে প্রতীকী লাঙল

গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে  ‘মাইক্রো ডোনেশন’ অভিযান শুরু করেছে বিজেপি৷ ব্যক্তিগতভাবে দলের তহবিলে এক হাজার টাকা অনুদান দিয়েছেন তিনিও৷ দেশকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই অভিযান বলে দাবি৷ তাঁদের বিজ্ঞাপনে বড় বড় করে লেখা হয়েছে, ‘দেশ বদলাতে আমারও যোগদান৷ আমিও করব দান৷’ পার্টি ফান্ডে ছোট ছোট দান করার জন্য আবেদন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী৷ উল্লেখ্য, বিজেপি’র এই মাইক্রো ডোনেশন ক্যাম্পর চলবে ২২ ফেব্রুয়ারি পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের মৃত্যু দিবস পর্যন্ত৷ এই ফান্ডে ৫ টাকা থেকে ১০০০ টাকা অনুদান দিতে পারবেন সাধারণ নাগরিকরা৷ 

এদিকে পরিসংখ্যান বলছে, শুধু দেশের নয়, এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী রাজনৈতিক দল হল ভারতীয় জনতা পার্টি। নির্বাচনী সংস্কার পরামর্শদাতা গ্রুপ এডিআর-র তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে তাদের সম্পত্তির পরিমাণ ৪৮৪৭.৭৮ কোটি টাকা! বিজেপির ধারেকাছে নেই অন্য কোনও রাজনৈতিক দল। দ্বিতীয় স্থানে রয়েছে বহুজন সমাজ পার্টি৷ তাদের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। তৃতীয় স্থানে কংগ্রেস৷ তাদের সম্পত্তি ৫৮৮.১৬ কোটি টাকার। এখানেই শেষ নয়। ফিক্সড ডিপোজিট ক্যাটেগরিতেও ২০১৯-২০ অর্থবর্ষে সবথেকে ধনী দল সেই বিজেপিই। গেরুয়া বাহিনীর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৩ হাজার ২৫৩ কোটি টাকা। এখানেও বিজেপির পরে রয়েছে বহুজন সমাজ পার্টি। তাদের ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৬১৮.৮৬ কোটি টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 18 =