নয়াদিল্লি: দিল্লির বিজয়চকে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হল দেশের কৃষকদের৷ রাজপথে তৈরি হল প্রতীকী লাঙল৷ সেনাবাহিনীর প্যারেডে গড়ে উঠল লাঙলের প্রতীক৷ ভারত কৃষি প্রধান দেশ৷ রোদ-ঝড়-জল উপেক্ষা করে ফলস ফলায় এ দেশের কৃষকরা৷ তাঁদের সম্মান জানাতেই ছিল এই বিশেষ নিবেদন৷
প্রসঙ্গত, ‘বিটিং দ্যা রিট্রিট’-এর শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে৷ ১৭ শতাব্দীতে ইংলন্ডে এর সূচনা হয়েছিল বলে জানা যায়৷ ১৯৫০ সালে ভারতে প্রথমবার বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুটি অনুষ্ঠান হয়েছিল৷ প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লির রিগাল ময়দানের সামনে৷ দ্বিতীয়টি হয় লালকেল্লায়৷ ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সেনা, নৌসেনা, বায়ুসেনা, কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা শিবির গুটিয়ে ঘাঁটিতে ফিরে যাওয়াকে চিহ্নিত করতেই এই অনুষ্ঠান করা হয়। প্যারেড শেষে রাষ্ট্রপতির কাছে ব্যান্ড নিয়ে ফিরে যাওয়ার অনুমতি চান ব্যান্ড মাস্টার৷ এর পর সারে জাহা সে আচ্ছার সুরে ফিরে যায় ব্যান্ড৷ এর পরেই শুরু হয় দেশীয় সংস্থা বটল্যান্ডের তৈরি ১০০০ ড্রোনের অভিনব শো৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখেই ১০ মিনিটের এই ড্রোন শো। যা এবছর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে এই ডিজাইন করা হয়েছে।
এদিন বিজয়চকে বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধান৷