‘পেগাসাস’ অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে কেন্দ্র! তুলোধনা রাহুলের

‘পেগাসাস’ অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে কেন্দ্র! তুলোধনা রাহুলের

নয়াদিল্লি: পেগাসাস ইস্যু নিয়ে দেশের মধ্যে বিতর্ক আরো বেশি করে তৈরি হচ্ছে তার কারণ বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান, এত বড় ঘটনা ঘটে গিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংসদে পেগাসাস সম্পর্কে কোনো আলোচনা হবে না। কেন এই ইস্যুতে আলোচনা হতে দেওয়া হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে দাবি করেন যে ভারতের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছে কেন্দ্রীয় সরকার।

এদিন রাহুল কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রীয় সরকারের দিকে। তিনি শুধুমাত্র হ্যাঁ বা না’য় জবাব চেয়েছেন। তাঁর প্রশ্ন, পেগাসাস স্পাইওয়্যার কি কেনা হয়েছিল? পেগাসাস অস্ত্র সরকার আমাদের ওপর ব্যবহার করেছে কি? কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন রাহুল। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সংসদে এই বিষয়ে আলোচনা করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এর কী কারণ রয়েছে সেটাও স্পষ্ট করে জানাতে হবে বলে দাবি করেছেন তিনি। রাহুল জানান, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতেনি কেন্দ্র, একাধিক সাংবাদিক, বিচারপতি এবং গোয়েন্দাদের ফোনেও আড়ি পাতা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই অস্ত্র ব্যবহার করেছে সকলের বিরুদ্ধে। আমজনতার ফোনে পেগাসাস অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধী। প্রসঙ্গত এদিন পেগাসাস কাণ্ড নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল কংগ্রেস, আপ, সিপিআই, সিপিএম, শিব সেনা-সহ ১৪টি বিরোধী দল।

পেগাসাস নিয়ে এর আগেও সুর চড়িয়েছিলেন রাহুল। টুইট করে তিনি লিখেছিলেন, ”আমি ভাবছি আজকাল আপনারা কী পড়ছেন?” পেগাসাস ঘটনা সামনে আসার পর সেই পুরনো টুইট রিটুইট করে পরে রাহুল লিখেছিলেন, ”আমরা জানি উনি কী পড়ছিলেন, আপনাদের ফোনের সমস্ত তথ্য।” এই টুইটই ব্যাপকভাবে জল্পনা বৃদ্ধি করেছে। মনে করা হয়েছে, হয়ত রাহুল গান্ধী আগে থেকে কিছু একটা আন্দাজ পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − five =

‘পেগাসাস’ সম্পর্কে রাহুল আগে জানতেন? জল্পনা পুরনো টুইটে

‘পেগাসাস’ সম্পর্কে রাহুল আগে জানতেন? জল্পনা পুরনো টুইটে

নয়াদিল্লি: ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি একটি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের একাধিক বিরোধী দলনেতা, মন্ত্রী সহ ৪০ জনেরও বেশি সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী ও বিচারপতিদের ফোনে আড়ি পাতার মত ঘটনা ঘটেছে। এই ঘটনায় সরকারের দিকে একযোগে আঙুল তুলেছে বিরোধীরা৷ একহাত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। কিন্তু এখন একটাই প্রশ্ন, এই ঘটনা যে ঘটবে বা ঘটছে, সেটা কি আগে থেকেই জানতেন রাহুল? তাঁর একটি টুইট জল্পনা বৃদ্ধি করছে ব্যাপকভাবে। 

আসলে কিছুদিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ”আমি ভাবছি আজকাল আপনারা কী পড়ছেন?” পেগাসাস ঘটনা সামনে আসার পর সেই পুরনো টুইট রিটুইট করে আজ রাহুল লিখেছেন, ”আমরা জানি উনি কী পড়ছিলেন, আপনাদের ফোনের সমস্ত তথ্য।” এই টুইটই ব্যাপকভাবে জল্পনা বৃদ্ধি করেছে। মনে করা হচ্ছে, হয়ত রাহুল গান্ধী আগে থেকে কিছু একটা আন্দাজ পেয়েছিলেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে কী ভিত্তিতে তিনি ওই টুইট করেছিলেন তা এখন জানতে আগ্রহী সকলেই। 

উল্লেখ্য, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে শুধু ফোনে কথোপকথনই নয় হোয়াটসঅ্যাপে কী লেখা হচ্ছে, সে বিষয়েও এই সফটওয়্যারের মাধ্যমে জানা যায়৷ এমনকী যে ফোনটি হ্যাক করা হয়েছে সেই ফোনে কী তথ্য বা ছবি রয়েছে সেটাও দেখা যায়৷ অথচ যাঁর ফোন হ্যাক করা হয়েছে, তিনি কিছু বুঝতেই পারবেন না৷ ‘পেগাসাস’-এর মাধ্যমে বিশ্বব্যাপী কয়েক হাজার মানুষকে নিশানা করা হয়েছিল৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে৷ এনএসও গ্রুপের দাবি, শুধুমাত্র সরকারি ক্রেতাদের কাছেই এই ফোন হ্যাকিং সফটওয়্যার  ‘পেগাসাস স্পাইওয়্যার’ বিক্রি করা হয়। 

আরও পড়ুন- ‘রাজভবন যেন পার্টি অফিস’, ইউপি-র সাংসদের অভিযোগে পাল্লা ভারী তৃণমূলের

২০১৯ সাল থেকে ‘প্রেগাসাস প্রজেক্ট’ নামে একটি তদন্ত শুরু করে ১৬টি সংবাদমাধ্যম৷ রবিবার সেই রিপোর্টের একটা অংশ প্রকাশিত হয়৷ জানা গিয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে ফোনে পেগাসাস স্পাইওয়্যার ইনস্টল করা হয়৷ হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিয়ো কল করেও এই সফটওয়্যার ইনস্টল করা সম্ভব৷ অভিযোগ,  দু’জন কেন্দ্রীয় মন্ত্রী, তিন জন বিরোধী নেতা-নেত্রী, সাংবাদিক, শিল্পপতি, ব্যবসায়ী, আমলা সহ অনেকেই এই হ্যাকিংয়ের শিকার৷ যদিও সরকার এই অভিযোগ মানতে নারাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =