নয়াদিল্লি: পেগাসাস ইস্যু নিয়ে দেশের মধ্যে বিতর্ক আরো বেশি করে তৈরি হচ্ছে তার কারণ বিরোধীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান, এত বড় ঘটনা ঘটে গিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংসদে পেগাসাস সম্পর্কে কোনো আলোচনা হবে না। কেন এই ইস্যুতে আলোচনা হতে দেওয়া হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে দাবি করেন যে ভারতের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করেছে কেন্দ্রীয় সরকার।
এদিন রাহুল কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন কেন্দ্রীয় সরকারের দিকে। তিনি শুধুমাত্র হ্যাঁ বা না’য় জবাব চেয়েছেন। তাঁর প্রশ্ন, পেগাসাস স্পাইওয়্যার কি কেনা হয়েছিল? পেগাসাস অস্ত্র সরকার আমাদের ওপর ব্যবহার করেছে কি? কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন রাহুল। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সংসদে এই বিষয়ে আলোচনা করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এর কী কারণ রয়েছে সেটাও স্পষ্ট করে জানাতে হবে বলে দাবি করেছেন তিনি। রাহুল জানান, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতেনি কেন্দ্র, একাধিক সাংবাদিক, বিচারপতি এবং গোয়েন্দাদের ফোনেও আড়ি পাতা হয়েছে। কেন্দ্রীয় সরকার এই অস্ত্র ব্যবহার করেছে সকলের বিরুদ্ধে। আমজনতার ফোনে পেগাসাস অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই বিস্ফোরক দাবি করেন রাহুল গান্ধী। প্রসঙ্গত এদিন পেগাসাস কাণ্ড নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল কংগ্রেস, আপ, সিপিআই, সিপিএম, শিব সেনা-সহ ১৪টি বিরোধী দল।
পেগাসাস নিয়ে এর আগেও সুর চড়িয়েছিলেন রাহুল। টুইট করে তিনি লিখেছিলেন, ”আমি ভাবছি আজকাল আপনারা কী পড়ছেন?” পেগাসাস ঘটনা সামনে আসার পর সেই পুরনো টুইট রিটুইট করে পরে রাহুল লিখেছিলেন, ”আমরা জানি উনি কী পড়ছিলেন, আপনাদের ফোনের সমস্ত তথ্য।” এই টুইটই ব্যাপকভাবে জল্পনা বৃদ্ধি করেছে। মনে করা হয়েছে, হয়ত রাহুল গান্ধী আগে থেকে কিছু একটা আন্দাজ পেয়েছিলেন।