৯০% কোভিড রোগীকে বাঁচানো যেত, ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, কেন্দ্রকে খোঁজা রাহুলের

৯০% কোভিড রোগীকে বাঁচানো যেত, ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, কেন্দ্রকে খোঁজা রাহুলের

কলকাতা: করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার সওয়াল তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ ফের কেন্দ্রকে একহাত নিলেন তিনি৷ প্রকাশ করলেন ‘শ্বেতপত্র’৷ সেই সঙ্গে রাহুলের দাবি, এই শ্বেতপত্র কেন্দ্রের সমালোচনার জন্য নয়৷ যার লক্ষ্য সরকাররে দিশা দেখানো৷ এখানে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে৷ যদিও পর মুহূর্তে কেন্দ্রকে দুষে তিনি বললেন, সরকার যথাযথ পদক্ষেপ করলে কোভিডে ৯০ শতাংশ মৃত্যু আটকানো সম্ভব হত৷  

আরও পড়ুন- নজরে ’২৪! পাওয়ারের পৌরহিত্যে দিল্লিতে BJP বিরোধী ১৫ দলের বৈঠক, থাকছে TMC

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানাড়ের সাংসদ বলেন, ‘‘আমরা জানি করোনার তৃতীয় ঢেউ আসছে৷ এই ঢেউ আছড়ে পরার আগে প্রস্তুতি সেরে ফেলতে হবে৷ অক্সিজেন, ওষুধ, বেড থেকে যাবতীয় ব্যবস্থা করে রাখতে হবে৷ দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে যে ভুল হয়েছে, তার যেন পুরনাবৃতি না হয়৷ দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের ভূমিকা একেবারেই উল্লেখযোগ্য নয়৷’’ অক্সিজেনের অভাবেই দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ অথচ দাবি করা হয়েছিল, দেশে অক্সিজেন পর্যান্ত রয়েছে৷ প্রধানমন্ত্রীর চোখের জল নয়, অক্সিজেন মানুষকে বাঁচাতে পারত৷ 

তিনি আরও বলেন, এই কঠিন সময় দেশের গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারকে৷ তাঁদের ঘরে টাকা পৌঁছে দিতে হবে৷ সাধারণ মানুষের অর্থের প্রয়োজন রয়েছে৷ করোনার মৃত পরিবারের পাশে দাঁড়াতে হবে৷ কোভিড যোদ্ধাদের ‘কোভিড কমপেনশেসন ফান্ড’ তৈরি করে ক্ষতিপূরণ দেওয়া হোক৷ তাঁর কথায়, কোভিড শুধু বায়োলজিক্যাল অসুখ নয়, এটা একটা আর্থ সামাজিক অসুখ৷ 

আরও পড়ুন- মুষলাধারে বৃষ্টি, রাস্তায় মেয়ের অনলাইন ক্লাসে ছাতা ধরে বাবা

সেই সঙ্গে টিকাকরণের উপরেও জোড় দিয়েছেন রাহুল৷ কারণ করোনার হাত থেকে বাঁচার একমাত্র পথ এই টিকাকরণ৷ তিনি বলেন, ‘গতকাল ভালো কাজ হয়েছে। কিন্তু এটা ধারাবাহিক ভাবে করতে হবে। একদিন নয় বরং যতদিন না সবাই টিকা নিয়ে নিচ্ছেন, ততদিন চালিয়ে যেতে হবে।’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =