নজরে ’২৪! পাওয়ারের পৌরহিত্যে দিল্লিতে BJP বিরোধী ১৫ দলের বৈঠক, থাকছে TMC

নজরে ’২৪! পাওয়ারের পৌরহিত্যে দিল্লিতে BJP বিরোধী ১৫ দলের বৈঠক, থাকছে TMC

নয়াদিল্লি:  লোকসভা ভোট হতে এখনও বেশ দেরী৷ কিন্তু তাঁর আগে রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর, এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ উল্লেখযোগ্য বিষয় হল, পঞ্জাব বাদে সবকটি রাজ্যেই রয়েছে বিজেপি সরকার৷ এই পাঁচ রাজ্যে গেরুয়া রথ রুখতেই এবার কেন্দ্রীয় স্তরে মোদী বিরোধী দলগুলি এক মঞ্চে আসতে চলেছে৷

আরও পড়ুন- মুষলাধারে বৃষ্টি, রাস্তায় মেয়ের অনলাইন ক্লাসে ছাতা ধরে বাবা

মঙ্গলবার বিকেলে এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব৷ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম শিবির, আম আদমি পার্টি, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স সহ  ১৫টি দলকে৷ এই বৈঠকে তৃণমূলের হয়ে উপস্থিত থাকতে পারেন বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহা৷ জানা গিয়েছে, আমন্ত্রণ পেলেও সম্ভবত বৈঠকে উপস্থিত থাকবে না কংগ্রেসের কোনও প্রতিনিধি৷ 

ইতিমধ্যে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে দু’দফা বৈঠক সেরেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ এর পর আজকের বৈঠকের উপর নজর আটকে রাজনৈতিক মহলের৷ মোদীর বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট করার নেপথ্যে প্রশান্ত কিশোরের ভূমিকা রয়েছে কিনা, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে৷ এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, ‘‘নিশ্চিত ভাবেই এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির বৈঠক নয়৷ এখানে অনেক বুদ্ধিজীবী থাকবেন, থাকবেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ৷ প্রথমে পরিস্থিতি বিবেচনা করা হবে৷ আগামী দিনে বিরোধী দলগুলিকে একজোট করার কাজ হবে৷’’ 

আরও পড়ুন- নকল ইনজেকশন বিক্রি চক্রে ২ চিকিৎসক সহ ধৃত ১০

বঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের জয় ছিনিয়ে আনার নেপথ্যে পিকে’র ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে৷ এরই মধ্যে দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির বৈঠক নতুন করে জল্পনা তৈরি করেছে৷ যশবন্ত সিনহা টুইট করে জানিয়েছেন, ‘‘মঙ্গলবার বিকেলে, রাষ্ট্র মঞ্চের বৈঠকে আমরা যোগ দেব৷ এ বৈঠকের পৌরহিত্য করবেন শরদ পাওয়ার৷’’ যদিও বিরোধীদের জোটবদ্ধ হওয়ার বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিজেপি৷ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘গত লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ৯টি রাজনৈতিক দলকে ব্রিগেডে হাজির করিয়েছিলেন৷ বাংলা তথা দেশের মানুষকে উনি নবরত্নকারী পরিবেশ করার চেষ্টা করেছিলেন৷ পরিণতি সকলেরই জানা৷ মানুষ স্থায়িত্বের পক্ষেই ভোট দেবে৷’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =