গেম চেঞ্জার রাফালের অন্তর্ভুক্তি সারা বিশ্বের কাছে কড়া বার্তা: রাজনাথ সিং

গেম চেঞ্জার রাফালের অন্তর্ভুক্তি সারা বিশ্বের কাছে কড়া বার্তা: রাজনাথ সিং

7b34de85d96252832e26de0788a1b852

 

আম্বালা: অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনা বাহিনীতে যোগ দিল মাল্টিরোল ফাইটার জেট রাফাল৷ অত্যাধুনিক অস্ত্রসম্ভারে সম্পূর্ণ সজ্জিত হয়েই বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে  গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত হয় এই পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ভারতীয় বিমান বাহিনীতে রাফালের অন্তর্ভুক্তিকে গেমচেঞ্জিং বলে আখ্যা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এই ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলেও উল্লেখ করেন তিনি৷ 

আরও পড়ুন- চিন বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি! রাফাল নিয়ে তৈরি ভারতীয় সেনা

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।  ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, ‘সাম্প্রতিককালে দেশের সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় বায়ু সেনায় পাঁচটি রাফাল যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি  অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বের কাছে, বিশেষ করে যারা আমাদের দিকে চোখ তোলার সাহজ দেখিয়েছে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা৷’’  সীমান্তে ভারতীয় বায়ু সেনার ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘‘প্রকৃত নিয়ন্ত্রণরেখার গম্ভীর পরিস্থিতিতে তাঁরা যে ভূমিকা পালন করেছে, যে তৎপরতা দেখিয়েছে, তার জন্য তাঁদের অভিনন্দন জানাই৷ দেশের সুরক্ষার প্রতি এটাই তাঁদের দায়বদ্ধতার প্রমাণ৷ ফরোয়ার্ড বেসে যেভাবে বায়ুসেনা বিমান মোতায়েন করেছে তা দেশের জনগণকে আশ্বস্ত করেছে।' রাজনাথ আরও বলেন, ‘‘লাদাখ সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে, সে সম্পর্কে আমরা সবাই অবগত৷ এই পরিস্থিতিতে দেশের সুরক্ষার্থে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে৷’’  

fe4e48e8feec571536337dfeb49aae60

আরও পড়ুন- ভোট ব্যাঙ্ক, ‘তোষণ’ রাজনীতি করছে তৃণমূল, ঘাসফুল উপড়ে পদ্ম ফোটানোর ডাক নাড্ডার

 

এদিনের অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে বলেন, ‘ দুই দেশের কাছেই আজকের দিনটি অত্যন্ত কৃতিত্বের। ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের পাশাপাশি বিশ্ব সরবরাহ শৃঙ্খলে ভারতীয় নির্মাতাদের আরও সংহতকরণের জন্য আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিন রাফালের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে সারাং অ্যারোবেটিক টিমের ‘এয়ার শো’ও হয়৷ ‘এয়ার শো’তে রাফালের সঙ্গে যোগ দেয় জাগুয়ার, সুখোই-৩০, তেজস যুদ্ধবিমান এবং এমআই-১৭ ও ধ্রুব কপ্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *