লখনউ: অবশেষে গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া৷ লখিমপুর খেরি যাওয়ার পথে সোমবার সকালে তাঁকে আটক করে যোগী পুলিশ৷ এর পর সীতাপুর গেস্ট হাইজে আটকে রাখা হয়েছিল তাঁকে৷ সেখানে ড্রোনের মাধ্যমে চলছিল তাঁর উপর নজরদারি৷ সীতাপুর গেস্ট হাইজে ৩০ ঘণ্টা আটক থাকার পর শেষ পর্যন্ত গ্রেফতার প্রিয়াঙ্কা গান্ধী৷
আরও পড়ুন- ড্রোন দিয়ে প্রিয়াঙ্কার উপর নজরদারি চালাচ্ছে যোগী সরকার, মারাত্মক অভিযোগ কংগ্রেসের
উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কার বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছেন পুলিশ৷ এলাকায় শান্তিভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে৷ প্রসঙ্গত, লখিমপুরে খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির চাকায় পিষ্ট কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পদে পদে বাধা দেওয়া হয় তাঁকে৷ পরে তাঁকে আটক করে সীতাপুর গেস্ট হাউজে আটকে রাখা হয়৷ ৩০ ঘণ্টা আটক থাকার পর আজ সকালে একটি ভিডিয়ো টুইট করেন প্রিয়াঙ্কা৷ সেখানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু প্রশ্ন ছুড়ে দেন তিনি৷
প্রিয়াঙ্কা বলেন, কোনও নির্দেশ বা এফআইআর ছাড়াই গত ২৮ ঘণ্টা ধরে আমার মতো বিরোধী দলের এক নেতাকে আপনি আটক করে রেখেছেন৷ অথচ যে অন্নদাতাদের পিষে দিল তাঁকে এখনও গ্রেফতার করা হল না কেন? মন্ত্রীকে বরখান্ত করা হল না কেন? আজ যত স্বাধীনতার অমৃত উৎসবের মঞ্চে বসে থাকবেন, তখন মনে রাখবেন এই স্বাধীনতা আমাদের কৃষকরা দিয়েছিলেন৷ কৃষকের ছেলেরাই সীমান্তে দেশের সুরক্ষা করে৷ আপনি কৃষকদের আওয়াজ শুনতে চাইছেন না৷ আপনি লখিমপুরে আসুন৷ তাঁদের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করুন৷
আরও পড়ুন- তদন্ত হবে! শচিনদের ‘প্যান্ডোরা পেপারস’ নিয়ে জানাল কেন্দ্র
এর পরেই গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কাকে৷ পাশাপাশি রাজ্য কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু, জাতীয় সম্পাদক ধীরজ গুর্জর, যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক বিভি শ্রীনিবাস ও দীপক সিংকেও হেফাজতে নেওয়া হয়েছে৷ প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর-এ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে৷