ড্রোন দিয়ে প্রিয়াঙ্কার উপর নজরদারি চালাচ্ছে যোগী সরকার, মারাত্মক অভিযোগ কংগ্রেসের

ড্রোন দিয়ে প্রিয়াঙ্কার উপর নজরদারি চালাচ্ছে যোগী সরকার, মারাত্মক অভিযোগ কংগ্রেসের

cbb61b338f2839712f49897ca3dfe0a8

কলকাতা:  ড্রোনের সাহায্যে প্রিয়াঙ্কা গান্ধীর উপর নজরদারি চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার৷ যোগী সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল কংগ্রেস৷ উত্তরপ্রদেশের লখিমপুর খেরি যাওয়ার পথে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে যোগী সরকারের পুলিশ৷ তাঁকে সীতাপুরের এক অতিথি নিবাসে রাখা হয়েছে৷ সেই অতিথি নিবাসের কাছেই আজ সকালে একটি ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে কংগ্রেসের দাবি৷ কারা ওই ড্রোন উড়িয়েছে, সে বিষয়ে পুলিশ অফিসাররা কোনও সদুত্তর দিতে পারেননি বলেও অভিযোগ কংগ্রেস নেতাদের৷

আরও পড়ুন- তদন্ত হবে! শচিনদের ‘প্যান্ডোরা পেপারস’ নিয়ে জানাল কেন্দ্র

 
প্রসঙ্গত, ২৪ ঘণ্টা কেটে গিয়েছে৷ এখনও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে রেখেছে যোগী সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষ্ট হয়ে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গতকাল উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদককে আটক করা হয়৷ রাস্তায় পদে পদে বাধার মুখে পড়তে হয় তাঁকে৷ এরপর গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই লখিমপুর যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা৷ ওয়ারেন্ট ছাড়া পুলিশ কী ভাবে তাঁকে বাধা দিচ্ছে প্রশ্ন তোলেন তিনি৷ পরে তাঁকে আটক করে সীতাপুরের অতিথি নিবাসে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ আজ টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী৷ 

প্রধানমন্ত্রীকে ট্যাগ করে প্রিয়াঙ্কা টুইটে লেখেন, কোনও নির্দেশ বা এফআইআর ছাড়াই গত ২৮ ঘণ্টা ধরে আমার মতো বিরোধী দলের এক নেতাকে আপনি আটক করে রেখেছেন৷  অথচ যে অন্নদাতাদের পিষে দিল তাঁকে এখনও গ্রেফতার করা হল না কেন? মন্ত্রীকে বরখান্ত করা হল না কেন?  আজ যত স্বাধীনতার অমৃত উৎসবের মঞ্চে বসে থাকবেন, তখন মনে রাখবেন এই স্বাধীনতা আমাদের কৃষকরা দিয়েছিলেন৷ কৃষকের ছেলেরাই সীমান্তে দেশের সুরক্ষা করে৷ আপনি কৃষকদের আওয়াজ শুনতে চাইছেন না৷ আপনি লখিমপুরে আসুন৷ তাঁদের দুঃখ-কষ্ট বোঝার চেষ্টা করুন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *