নয়াদিল্লি: মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে গির্জায় গিয়েছিল সে৷ সেখানে গিয়েই অবাক কাণ্ড বাঁধাল ছোট্ট মেয়েটি৷ তবে নিষ্পাপ শিশুর এই সরলতা মন ছুঁয়ে গিয়েছে নেটিদেনদের৷ তার কর্মকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷
আরও পড়ুন- করোনা ভ্যাকসিন প্রয়োগের জন্য ৫০ কোটি টাকা মজুত রয়েছে কেন্দ্রে হাতে!
ভাবছেন তো কী এমন করল এই খুদে? আসলে এদিন মায়ের হাতে ধরে পোপের সঙ্গে দেখা করতে পৌঁছয় ছোট্ট মেয়েটি৷ পরীর মতো ধবধবে সাদা জামা আর মুখে মাস্ক পরে যেন অ্যাঞ্জেল হয়ে উঠেছিল সে৷ পোপের সঙ্গে তাঁর মা দেখা করার পরই তিনি ছোট্ট অ্যাঞ্জেলকে আশীর্বাদ দেওয়ার জন্য হাত তোলেন৷ কিন্ত সে ভেবে বসে, পোপ বুঝি তাঁকে হাই ফাইভ দিচ্ছে৷ আর সেটা ভেবেই টুক করে পোপকে হাই ফাইভ দিয়ে দেয় সে৷ তাঁর এই আচমকা কাণ্ডে প্রথমে খানিকটা ভ্যাবাচাকই খেয়ে যান পোপও৷ পরে অবশ্য ফুটফুটে শিশুটির এই কাণ্ডে মুগ্ধ হন তিনি৷ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেই মন্ত্র উচ্চারণ করেন৷ তবে হাই ফাইভ দেওয়ার পরই তড়িঘড়ি তার হাতখানি টেনে ধরে তার মা৷ আর এর ফাঁকেই তাঁকে মন ভরে আশীর্বাদ করেন পোপ৷
আরও পড়ুন- নির্বাচনী জনসভায় ‘না’ হাইকোর্টের, শীর্ষ আদালতে গেল নির্বাচন কমিশন
এই দুষ্টু মিষ্টি ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়৷ ২০ লক্ষেরও বেশি ভিউ হয়৷ নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে এই ভিডিয়ো৷ অনেকেই তার এই সরল কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি৷ বেশ আপ্লুতও হয়েছে অনেকে৷ এক কথায় নেটিজেনদের মনে ধরেছে এই ভিডিয়ো৷ তবে পোপ কেন মাস্ক পরে নেই, তা নিয়েও বেশ কিছু মানুষ প্রশ্ন তুলেছেন৷ অনেকেই বলেন, এই শিশুর চোখ দিয়ে গোটা বিশ্বকে দেখা একটা অসাধারণ অনুভূতি৷ এই সরলতাই তো ঈশ্বরের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটায়৷