সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে এগিয়ে চলেছে দেশ : রাষ্ট্রপতি

সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রে এগিয়ে চলেছে দেশ : রাষ্ট্রপতি

78b7aa013e522e01b0efe1cd3177dc38

নয়াদিল্লি:  আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন৷ দুই পর্বে বাজেট অধিবেশন হবে৷ অধিবেশনের সূচনায় ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা অতিমারীর তৃতীয় বর্ষ চলছে৷ এই সময়ের মধ্যে দেশবাসীকে আরও বেশি কর্তব্যপরায়ণ হতে দেখেছি৷ আজ ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে৷ সংসদ ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকে প্রত্যেক ভারতবাসীকে অভিনন্দন জানাই৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের শতকোটি প্রণাম জানাই৷ যাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন৷ স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশের বিকাশ যাত্রায় যোগদান করা সকল মহানুভবের প্রতিও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি৷ 

আরও পড়ুন- বিয়ের ছ’মাসের মধ্যেই কোভিড কেড়ে নেয় স্বামীকে, চিকিৎসার ৪০ লক্ষ টাকা দান তরুণীর!

রাষ্ট্রপচি আরও বলেন, আজাদির অমৃত মহোৎসবে গুরু তেগ বাহুদুরের ৪০০ তম আবির্ভাব দিবস, শ্রী অরবিন্দের ১৮৫ তম জন্মজয়ন্তী, ভিও চিদম্বরম পিল্লাইয়ের ১৫০তম জন্মবর্ষ ও নেতাজি সুভাষচন্ত্র বোসের ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করছে সরকার৷ এই বছর থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা ২৩ জানুয়ারি থেকে করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ এছাড়াও সাহেবজাদাদের অত্মবলিদান উপলক্ষে ২৬ ডিসেম্বর বীর বাল দিবসের ঘোষণা এবং ১৪ অগাস্ট বিভাজন বিভিষিকা স্মৃতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ বীরসা মুণ্ডকে শ্রাদ্ধাঞ্জলী স্বরূপ ১৫ নভেম্বর তাঁর জন্ম দিবসকে জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসব সকল ভারতবাসীর কাছে আগামী ২৫ বছরের সংকল্পকে সফল করার এক মহৎ সুযোগ৷ আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে৷ আগামী ২৫ বছর শক্ত বুনিয়াদ গড়ে তোলার জন্য দ্রুত কাজ করছে৷  তিনি আরও বলেন, সরকার মনে করে, অতীতকে স্মরণ করে তার থেকে শিক্ষা নেওয়াটা দেশের সুরক্ষিত ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *