বিয়ের ছ’মাসের মধ্যেই কোভিড কেড়ে নেয় স্বামীকে, চিকিৎসার ৪০ লক্ষ টাকা দান তরুণীর!

বিয়ের ছ’মাসের মধ্যেই কোভিড কেড়ে নেয় স্বামীকে, চিকিৎসার ৪০ লক্ষ টাকা দান তরুণীর!

ভুবনেশ্বর:  স্বামী, শ্বশুর-শাশুড়িকে নিয়ে সদ্যই সংসার শুরু হয়েছিল তাঁর৷ কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ছয় মাসের মধ্যেই সব শেষ৷ গোটা দেশে তখন তাণ্ডব চালাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ৷ ২০২১ সালের ৫ জুন কোভিড আক্রান্ত হন মৌসুমীর স্বামী অভিষেক৷ তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ কিন্তু অবস্থার অবনতি হতে থাকে৷ চিকিৎসকরা জানান তাঁর ‘এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন’ (একমো)-র প্রয়োজন৷ কিন্তু এই চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল৷ তাছাড়া ওডিশায় ওই চিকিৎসা সহসলভ্যও ছিল না৷ 

আরও পড়ুন- ‘দুর্নীতি হল উইপোকার মতো, দেশকে ফাঁপা করে দেয়’, ‘মন কি বাতে’ বললেন মোদী

এর পর স্বামীর চিকিৎসার বিপুল ব্যয়ভার সামলাতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন মৌসুমী৷ সেখানে স্বামীর চিকিৎসার জন্য সাহায্য চান৷ তাতে সাড়াও মেলে৷ বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ সাহায্য পেয়েই  অভিষেককে নিয়ে কলকাতায় চলে আসেন মৌসুমী৷ শুরু হয় অন্য লড়াই৷ ৮৩ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানে অভিষেক৷ বিয়ের ছ’মাসের মাথায় স্বামীকে হারান মৌসুমী৷ 

ওডিশার ভদ্রকের বাসিন্দা মৌসুমি মোহান্তির সঙ্গে বিয়ে হয়েছিল মন্দারির বাসিন্দা অভিষেক মহাপাত্রের৷ অভিষেকের চিকিৎসার জন্য ৪০ লক্ষ টাকা সাহায্য পেয়েছিলেন তিনি৷ সেই টাকাই কোভিড রোগীর চিকিৎসায় দান করার সিদ্ধান্ত নেন মৌসুমী৷ তাঁর কথায়, ‘‘লকডাউনের মধ্যেও মানুষ যে ভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, তা সত্যিই অভাবনীয়৷ আমি সকলের কাছে কৃতজ্ঞ৷ ’’ কিন্তু যাঁর জন্য এই অর্থ, সেই যখন নেই, তখন এই টাকা নিয়ে কী করবেন তিনি৷ তাই বাবাকে সঙ্গে নিয়ে চলে যান ভদ্রকের জেলা শাসকের দফতরে৷ 

এর পর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা দান করেন মৌসুমী। বাকি ১০ লক্ষ টাকা দান করেন জেলার রেড ক্রস সোসাইটি-তে৷ মৌসুমী বলেন, “আমরা সবাই কমবেশি অতিমারির ফল ভুগছি। এক জনের জন্য রাখা চিকিৎসার টাকা যদি অন্য কারও কাজে লাগে, তার চেয়ে বড় আর কী-ই বা হতে পারে। অভিষেক আর আমাদের মাঝে নেই৷ তাই ওঁর চিকিৎসার জন্য সংগৃহীত টাকা দুঃস্থ মানুষদের চিকিৎসার কাজে দান করলাম৷’’

মৌসুমী জানান, এখনও অনেকে সাহায্য পাঠাচ্ছেন৷ অনেকে ফোন করেন৷ আবার এমন কিছু মানুষও ফোন করেন যাঁরা চিকিৎসা করাতে পারছেন না৷ মৌসুমী জানান, তাঁর হাতে কিছু টাকা আছে৷ সেই টাকাও তিনি দান করবেন ওই সকল দুঃস্থ মানুষের চিকিৎসায়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *