ভোটের মুখে আরও বড় দায়িত্বে প্রশান্ত, এবার ধরছেন ক্যাপ্টেনের হাত

ভোটের মুখে আরও বড় দায়িত্বে প্রশান্ত, এবার ধরছেন ক্যাপ্টেনের হাত

কলকাতা: বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর বা পিকে। এবার জানা গেল সেই প্রশান্ত কিশোরের পরবর্তী লক্ষ্য এখন পঞ্জাব! সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা হতে চলেছেন প্রশান্ত কিশোর। এদিন এই বিষয় নিয়ে টুইট করেছেন স্বয়ং পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ‌

আরও পড়ুন: ২১০০০০০০০০০: ৪৫ দিনে রাম মন্দির তৈরির অনুদান

এদিন টুইট করে তিনি বলেন, “এই ঘোষণা করে খুশি হচ্ছি যে, প্রশান্ত কিশোর আমার প্রিন্সিপাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতে শুরু করছে। একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি যাতে পঞ্জাবের মানুষের আরো ভালো করা যায়”। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও কাজ করেছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংগঠন। বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন তিনি। এবার পঞ্জাবের কংগ্রেস সরকার তথা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গেও দেখা যাবে পিকে’কে। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে এই প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও প্রশান্ত কিশোর স্পষ্ট দাবি করে বলেছেন, বাংলায় দুই অঙ্কের সংখ্যা পেরোবে না ভারতীয় জনতা পার্টি শিবির। এখন দেখা যাক সেই দাবি কতটা বাস্তবায়িত হয়। 

আরও পড়ুন: ‘নিজেদেরই চরিত্র হনন করেছে!’ জাতপাত মুক্ত দল আর নয় সিপিএম-কংগ্রেস: সুব্রত

প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, একাংশ মিডিয়ার ইচ্ছাকৃত হাইপের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি দুই অঙ্কের সংখ্যা টপকাতে পারবে না! এই কথা মনে রাখতে বলে তিনি বলেছিলেন, বিজেপি এর থেকে ভাল ফোন করলে তিনি কাজ ছেড়ে দেবেন। সম্প্রতি তিনি আবার টুইট করে বলেন, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলায় ফের একবার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় হতে চলেছে গণতন্ত্রের সবচেয়ে বড় লড়াই। বাংলার মানুষ প্রস্তুত তাদের বার্তা দিতে আর মনস্থির করে ফেলেছে রাইট কার্ড দেখাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *