নয়াদিল্লি: কিছু ঘটনা আমাদের মনকে ছুঁয়ে যায়৷ অনেক ভুল ধারণা ভেঙে আসে নতুন সকাল৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক দৃশ্য৷ যা দেখে কুর্নিশ জানাল নেটিজেনরা৷
আরও পড়ুন- বলরাম-সুভদ্রার রথের চাকায় ফাটলে ‘অমঙ্গল’-এর ইঙ্গিত! ধ্বংসের পথে পৃথিবী?
ভাইরাল হওয়া ওই ছোট্ট ভিডিয়োটিতে দেখা যায়, তপ্ত দুপুরে খালি পায়ে মাল বোঝাই একটি ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন মাঝবয়সী এক ব্যক্তি৷ তাঁকে দেখেই এগিয়ে আসেন এক তরুণ পুলিশকর্মী৷ চোখে সানগ্লাস৷ হাতে একটি বাক্স৷ ওই ভ্যান চালককে নতুন চটি জোড়া উপহার দেন তিনি৷ পুলিশ কর্মীর সামনেই পায়ে তা গলিয়ে নেন ভ্যান চালক৷ ওই পুলিশকর্মীকে ভ্যান ওয়ালার সঙ্গে হাত মেলাতেও দেখা যায়৷ এর পর ধন্যবাদ জানিয়ে ভ্যান নিয়ে রওনা দেন তিনি৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছোট্ট ভিডিয়োটি শেয়ার করেছেন পুলিশ আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী। তিনি ওই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “অভিনন্দন জানানোর মতো কাজ৷ আমরা সবসময় আপনার সঙ্গে আছি৷” ভ্যানচালক ওই ব্যক্তির চোখে মুখে দারিদ্রের ছাপ৷ জুতো কেনার সামর্থ যে নেই, তা দেখেই বোঝা যায়৷ তাই তো রোদে-জলে তেতেপুড়ে, ভিজে খালি পায়েই কাজ করছিলেন। সেই অসহায় মানুষটার হাতে নতুন জুতো জোড়া তুলে দিলেন ওই পুলিশকর্মী। তাঁকে উপহার দেওয়ার সেই ভিডিয়ো নেট পাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও ওই পুলিশকর্মীর নাম এখনও জানা যায়নি। তবে তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন সকলেই৷
बहुत ही सुन्दर, सराहनीय कार्य 💐💐
हम हमेशा आपके साथ हैं 💐💐 pic.twitter.com/Ev8dXLlPuM— शिवांग शेखर गोस्वामी 🇮🇳 (@upcopshivang) July 1, 2022
পুলিশ আমাদের সমাজের রক্ষাকর্তা৷ কিন্তু নানা ঘটনা প্রবাহে সেই পুলিশই ভিলেন হয়ে যায়৷ অনেকেই পুলিশের দায়িত্ব, কর্তব্য নিয়ে সন্দিহান৷ নানা সময় পুলিশের খারাপ দিকটি ফুটে উঠেছে৷ কিন্তু এত নেতিবাচক ঘটনার মাঝেই সামনে এল এই মন ভালো করা ঘটনা৷ সেই সঙ্গে আরও একবার প্রমাণিত হল লব পুলিশ এক নয়৷ উত্তরপ্রদেশ পুলিশের এই মানবিক কাজের সেই ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা। একজন টুইটার ইউজার কমেন্টে লিখেছেন, “পুলিশকর্মীকে কুর্নিশ জানাই।” অন্য এক নেটিজেন লিখেছেন, “ আপনাকে আমার স্যালুট৷”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>