তপ্ত দুপুরে খালি পায়ে ভ্যান টানছেন চালক, দেখেই জুতো উপহার পুলিশ কর্মীর! কুর্নিশ জানাল নেটদুনিয়া

তপ্ত দুপুরে খালি পায়ে ভ্যান টানছেন চালক, দেখেই জুতো উপহার পুলিশ কর্মীর! কুর্নিশ জানাল নেটদুনিয়া

7db861708c362bdde05dd37398bf8c50

নয়াদিল্লি:  কিছু ঘটনা আমাদের মনকে ছুঁয়ে যায়৷ অনেক ভুল ধারণা ভেঙে আসে নতুন সকাল৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক দৃশ্য৷ যা দেখে কুর্নিশ জানাল নেটিজেনরা৷ 

আরও পড়ুন- বলরাম-সুভদ্রার রথের চাকায় ফাটলে ‘অমঙ্গল’-এর ইঙ্গিত! ধ্বংসের পথে পৃথিবী?

ভাইরাল হওয়া ওই ছোট্ট ভিডিয়োটিতে দেখা যায়, তপ্ত দুপুরে খালি পায়ে মাল বোঝাই একটি ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন মাঝবয়সী এক ব্যক্তি৷ তাঁকে দেখেই এগিয়ে আসেন এক তরুণ পুলিশকর্মী৷ চোখে সানগ্লাস৷ হাতে একটি বাক্স৷ ওই ভ্যান চালককে নতুন চটি জোড়া উপহার দেন তিনি৷ পুলিশ কর্মীর সামনেই পায়ে তা গলিয়ে নেন ভ্যান চালক৷ ওই পুলিশকর্মীকে ভ্যান ওয়ালার সঙ্গে হাত মেলাতেও দেখা যায়৷ এর পর ধন্যবাদ জানিয়ে ভ্যান নিয়ে রওনা দেন তিনি৷ 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছোট্ট ভিডিয়োটি শেয়ার করেছেন পুলিশ আধিকারিক শিবাঙ্গ শেখর গোস্বামী। তিনি ওই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “অভিনন্দন জানানোর মতো কাজ৷ আমরা সবসময় আপনার সঙ্গে আছি৷”  ভ্যানচালক ওই ব্যক্তির চোখে মুখে দারিদ্রের ছাপ৷ জুতো কেনার সামর্থ যে নেই, তা দেখেই বোঝা যায়৷ তাই তো  রোদে-জলে তেতেপুড়ে, ভিজে খালি পায়েই কাজ করছিলেন। সেই অসহায় মানুষটার হাতে নতুন জুতো জোড়া তুলে দিলেন ওই পুলিশকর্মী। তাঁকে উপহার দেওয়ার সেই ভিডিয়ো নেট পাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও ওই পুলিশকর্মীর নাম এখনও জানা যায়নি। তবে তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন সকলেই৷ 

পুলিশ আমাদের সমাজের রক্ষাকর্তা৷ কিন্তু নানা ঘটনা প্রবাহে সেই পুলিশই ভিলেন হয়ে যায়৷ অনেকেই পুলিশের দায়িত্ব, কর্তব্য নিয়ে সন্দিহান৷ নানা সময় পুলিশের খারাপ দিকটি ফুটে উঠেছে৷ কিন্তু এত নেতিবাচক ঘটনার মাঝেই সামনে এল এই মন ভালো করা ঘটনা৷ সেই সঙ্গে আরও একবার প্রমাণিত হল লব পুলিশ এক নয়৷ উত্তরপ্রদেশ পুলিশের এই মানবিক কাজের সেই ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা। একজন টুইটার ইউজার কমেন্টে লিখেছেন, “পুলিশকর্মীকে কুর্নিশ জানাই।” অন্য এক নেটিজেন লিখেছেন, “ আপনাকে আমার স্যালুট৷”