উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, পরিস্থিতি খতিয়ে দেখতে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন নমো

উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, পরিস্থিতি খতিয়ে দেখতে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন নমো

 

নয়াদিল্লি: দেশজুড়ে বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র৷ রাজ্যগুলির হালহকিকত খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি৷ এই সাত রাজ্যের মধ্যে দিল্লি, মারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ থাকবে বলে জানা গিয়েছে৷ আগামী ২৩ সেপ্টেম্বর ওই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর৷ 

আরও পড়ুন- নকল খাদি বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপ, নজরে অনলাইন-সহ একাধিক বিপণনকারী সংস্থা

সারা দেশে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে নিয়মিত ভাবেই সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন নমো৷ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির উপর নজর রয়েছে তাঁর৷ যেখানে করোনা প্রকোপ বাড়ছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন। বর্তমানে মহারাষ্ট্র, দিল্লি ও অন্ধ্রপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যের কোভিড পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক৷ এর আগে গত ১১ অগাস্ট ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী৷ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ৷ 

বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ছাপিয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৬১৯ জনের৷ আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত৷ শনিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৩৩৭ জন৷ মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের৷ তবে দেশে সু্স্থতার হার কিছুটা স্বস্তি দিয়েছে৷ বর্তমানে আমাদের দেশে সুস্থতার হার ৭৯.২৮ শতাংশ৷ 

আরও পড়ুন- দেশের ‘সর্ববৃহৎ ও সুন্দরতম’ নগর তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশে ৬০ শতাংশ সক্রিয় করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশে৷ চলতি মাসে প্রতিদিন প্রায় ১ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন৷ করোনার দ্রুত সংক্রমণ চিন্তায় ফেলেছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে৷ এই অবস্থায় রাজ্যগুলির পরিস্থিতি কী, তাদের কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে সাত রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =