‘ক্ষমতায় থাকতে চাই না..’, কেন এ কথা বললেন মোদী?

‘ক্ষমতায় থাকতে চাই না..’, কেন এ কথা বললেন মোদী?

নয়াদিল্লি:  প্রতি মাসের মতো এ মাসেও মন কি বাত’ অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই বড় ঘোষণা করলেন তিনি৷ জানালেন, খাতায় কলমে ক্ষমতায় থাকতে চান না তিনি৷ তিনি চান দেশের মানুষের সেবা করতে৷ সেটাই তাঁর লক্ষ্য৷ 

আরও পড়ুন- আমবাসায় তৃণমূলের প্রাপ্তি একটি আসন, ১২টির দখল নিল বিজেপি

রবিবার মাসিক রেডিয়ো শো ‘মন কি বাত’-এ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন মোদী। ওই ব্যক্তির নাম রাজেশ কুমার প্রজাপতি৷ বয়স ৪৯৷ রাজেশ জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আয়ুষ্মান কার্ডের আওতায় তিনি  চিকিৎসা করে সুস্থ হয়েছেন। এই স্বাস্থ্য কার্ড না থাকলে প্রচুর টাকা খরচ করতে হত তাঁকে৷ যা সাধ্যের অতীত৷ কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে এক টাকাও খরচ হয়নি তাঁর। সেই সূত্রেই তিনি বলেন, ‘আপনি আমাদের জন্য আয়ুষ্মান কার্ড বানিয়েছেন৷ এর জন্য আপনাকে কীভাবে ধন্যবাদ জানাব জানি না!’ তিনি আরও বলেন, ‘এই প্রকল্পে প্রচুর গরিব মানুষ উপকৃত হচ্ছেন৷ আপনি দীর্ঘায়ু হোন। দীর্ঘদিন ক্ষমতায় থাকুন।’

এর পরেই জবাবে মোদী বলেন, ‘রাজেশজি আপনি আমাকে ক্ষমতায় থাকার জন্য শুভকামনা দেবেন না। আমি আজও ক্ষমতায় নেই। ভবিষ্যতেও ক্ষমতা দখল করতে চাই না। আমি শুধুমাত্র মানুষের সেবা করে যেতে চাই। আমার কাছে প্রধানমন্ত্রীর এই পদ ক্ষমতার জন্য নয়। সেবার জন্য।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =