আগরতলা: ত্রিপুরার পুরভোটের ফল এমনটা হবে সেটাই প্রত্যাশিত ছিল প্রথম থেকে। সেই প্রেক্ষিতে একাধিক আসনে জয়ী হয়েছে বিজেপি। আগরতলা কর্পোরেশন থেকে শুরু করে বিলোনিয়া, আমবাসা সব জায়গাতেই বিজেপির জয়জয়কার।
আমবাসা পুর পরিষদের ১৫ আসনের মধ্যে ১২ টিতে জয় পেয়েছে বিজেপি এবং একটি করে আসন পেয়েছে তৃণমূল এবং সিপিএম। অন্যদিকে বিলোনিয়া পুর পরিষদের ১৬ আসনের দখল নিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে সাবরুম নগর থেকে শুরু করে আগরতলা কর্পোরেশনেও বিজেপি একচেটিয়া জিতেছে। সাবরুম নগর পঞ্চায়েতের ৯ টিতেই জিতেছে গেরুয়া বাহিনী এবং আগরতলায় ২০ টি ওয়ার্ড দখল করে নিয়েছে তারা। গেরুয়া ঝড়ের মাঝে একের পর এক আসন হাতছাড়া হয়েছে সিপিএমের এবং কোথাও কোথাও দ্বিতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এই ফলাফল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই তিনি আক্রমণাত্মকভাবে খোঁচা দিয়েছেন বাংলার শাসক দলকে।
তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল লাফালাফি করেছে শুধু। কাজের কাজ কিছু হবে না৷ রাজ্যের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন। কোনও আসনে বিজেপি প্রার্থী দিতে না পারলে তবেই তৃণমূল জিততে পারবে৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল এখান থেকে ত্রিপুরায় লোক ধার করে নিয়ে যাচ্ছে৷ ধার করে কি আর জেতা যায়? ত্রিপুরার মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন।”