করোনা টিকা না আসা পর্যন্ত কী করতে হবে? দেশবাসীকে মন্ত্র দিলেন মোদী

করোনা টিকা না আসা পর্যন্ত কী করতে হবে? দেশবাসীকে মন্ত্র দিলেন মোদী

 

নয়াদিল্লি:  আরও একবার দেশবাসীকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বললেন, ‘‘যত দিন না ওষুধ আবিষ্কার হচ্ছে, ততদিন কোনও ভাবেই কোনও ভাবেই কোনও শিথিলতা নয়৷’’ সেই সঙ্গে আরও একবার স্মরণ করালেন দুই গজের দূরত্ব আর মাস্ক পরার মন্ত্র৷   

শনিবার মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা উদ্বোধনী অনুষ্ঠানে নমো বলেন, ‘‘আমি বারবারই এই বিষয়ে বলেছি। আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন এবং তা মেনে চলবেন৷ যতদিন না ওষুধ না মিলছে, ততদিন ঢিলেমি নয়৷ দুই গজ দূরত্ব আর মাস্ক প্রয়োজনীয়৷ এই কথাটা ভুলবেন না। কারণ আপনাদের সুস্থ থাকতে হবে৷’’ তাঁর কথায়, ভ্যাকসিন না আসা পর্যন্ত সকল দেশবাসীকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে৷ 

আরও পড়ুন- মে মাসেই দেশে করোনা আক্রান্ত ৬৪ লক্ষ, ICMR সেরো সমীক্ষায় উদ্বেগ

এদিন প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের উদ্দেশে মোদী বলেন, ‘‘এই ঘর আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের নতুন ভিত্তি৷ এখান থেকেই আপনাদের জীবনের নতুন যাত্রা শুরু হোক৷ আপনাদের সন্তানদের, আপনাদের পরিবারকে নতুন উচ্চতায় নিয়ে যান। আপনারা এগিয়ে গেলে, দেশও এগিয়ে যাবে৷’’ 

এদিকে  দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ নতুন করে ৯৭ হাজার ৫৭০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষের গন্ডি পেরিয়ে গিয়েছে৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৪ জন৷ যে হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তা উদ্বেগজনক হলেও, সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দেয়েছে৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ লক্ষ ২৪ হাজার ১৯৬ জন রোগী৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৭.৭৭ শতাংশ৷ 

আরও পড়ুন- করোনা টিকা আবিষ্কারে বড় সাফল্য ভারতের, বাঁদরের শরীরে দুরন্ত ফল ‘কোভ্যাক্সিনে’র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৪৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০১ জনের৷ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭ হাজার ৪৭২৷ তবে পরিসংখ্যান বলছে, আগের তুলনায় কোভিডে মৃত্যুর হার অনেকটাই কমেছে৷ বর্তমানে মৃত্যুর হার ১.৬৬ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =