করোনা টিকা আবিষ্কারে বড় সাফল্য ভারতের, বাঁদরের শরীরে দুরন্ত ফল ‘কোভ্যাক্সিনে’র

করোনা টিকা আবিষ্কারে বড় সাফল্য ভারতের, বাঁদরের শরীরে দুরন্ত ফল ‘কোভ্যাক্সিনে’র

নয়াদিল্লি: পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির করোটিকার পরীক্ষামূলক প্রয়োগ৷ ভারতেও জারি হয়েছে স্থগিতাদেশ৷ম এবার করোনা ভ্যাকসিনের গবেষণায় নতুন আশার আলো ভারত বায়োটেকের৷

করোনা রুখতে গোটা বিশ্ব এখন ভ্যাকসিন আবিষ্কারের প্রতিযোগিতার দৌড় শুরু করে দিয়েছে৷ পিছিয়ে নেই ভারত৷ ইতিমধ্যেই তিনটি ভ্যাকসিন নিয়ে চর্চা শুরু করেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণে আপাতত স্থগিত হয়ে গিয়েছে মানব শরীরে প্রয়োগের কাজ৷ খতিয়ে দেখা হচ্ছে, কীভাবে মানব শরীরে তার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে৷ অক্সফোর্ডের করোনা টিকার উপর স্থগিতাদেশ জারি থাকলেও ভ্যাকসিন গবেষণায় বড় সাফল্য পেল ভারত বায়োটেক৷

করোনা ভ্যাকসিন গবেষণায় ইতিমধ্যেই বড় সাফল্য পেয়ে গিয়েছে ভারত বায়োটেক৷ পশুর শরীরে ইতিমধ্যেই কোভ্যাক্সিনের সফল প্রয়োগ হয়েছে৷ ফলাফলেও সাফল্য মিলিছে বলে জানিয়েছে ভারত বায়োটেক৷ টিকা প্রয়োগের পর পশুর-শরীরে তৈরি হয়েছে এন্টিবডি৷ ভারত বায়োটেকের এই দাবি ঘিরে নতুন করে আশার আলো তৈরি হয়েছে৷

টিকা প্রস্তুতকারক সংস্থা দাবি, ৪টি দলে ভাগ করে ২০টি প্রজাতির বাঁদরের উপরেও এই টিকা প্রয়োগ করা হয়৷ টিকা প্রয়োগে মিলেছে আশাতীত সাফল্য৷ বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসকটুইটে জানিয়েছেন, ‘কোভ্যাক্সিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে৷’ কোভ্যাক্সিন বাঁদরদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে৷ মানুষের শরীরেও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ ইতিমধ্যেই দেশের ১২টি কেন্দ্রে চলছে ট্রায়াল৷ দ্বিতীয় পর্যায়ে মানব শরীরে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =