যোগী পথ দেখাচ্ছেন দেশকে! আদিত্যনাথকে ‘লেটার মার্কস’ মোদীর

যোগী পথ দেখাচ্ছেন দেশকে! আদিত্যনাথকে ‘লেটার মার্কস’ মোদীর

লখনউ: ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই এখনই যেন ভোট উত্তাপে ফুটছে গো বলয়ের সবথেকে বড় রাজ্য। পঞ্চায়েত নির্বাচনে কিছুটা ‘ধাক্কা’ খেলেও বিধানসভা নির্বাচনে জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের বিজেপি শিবির। এবার সেই আশা আরও অনেক দৃঢ় হল যখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঢালাও প্রশংসা করলেন। তিনি দাবি করলেন, যোগী আদিত্যনাথ দেশকে পথ দেখাচ্ছেন। 

আরও পড়ুন- লড়াইয়ের ৩৩ ঘণ্টা… মুম্বইয়ের ‘নির্ভয়া’ হার মানলেন নৃশংসতার কাছে

মঙ্গলবার আলিগড়ে নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকেই একদিকে যেমন তিনি আদিত্যনাথের প্রশংসা করলেন ঠিক তেমনই অন্যদিকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলগুলিকে। প্রধানমন্ত্রী দাবি করেছেন, যোগী সরকার চমকপ্রদভাবে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রকে অনুসরণ করছে এবং এই রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকারের পূর্ণ সুবিধা পাচ্ছে। এমনকি তিনি এও জানান, এক সময় উত্তরপ্রদেশকে উন্নয়নের রূপে দেখা হত না, এখন উত্তরপ্রদেশ বিনিয়োগের জন্য প্রথম পছন্দ হয়ে উঠেছে। মোদীর কথায়, যোগী আদিত্যনাথের শাসনকালে উত্তরপ্রদেশ বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ পেয়েছে, তাঁর জন্যই রাজ্যের এই উন্নতি সম্ভব হয়েছে। এই প্রেক্ষিতেই মোদীর বক্তব্য, গোটা দেশকে উন্নয়নের পথ দেখাচ্ছেন যোগীই। 

আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

তবে প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসার মধ্যেও যোগী সরকারের এখন কাঁটা হয়ে গিয়েছে বিজ্ঞাপন বিতর্ক। মোদী যতই উত্তরপ্রদেশের উন্নয়নের কথা বলুন, যোগী সরকারের উন্নয়নের বিজ্ঞাপন নিয়ে এখন গোটা দেশে আলোচনা চলছে এবং অবশ্যই মুখ পুড়েছে বিজেপির। আসলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি দেখা গিয়েছে। যদিও বেশ কিছু সময় পরেই ওই ছবি ব্যবহার করা নিয়ে টুইট করে ক্ষমা চায় সংশ্লিষ্ট সংবাদপত্র যারা এই বিজ্ঞাপন দিয়েছিল। মার্কেটিং বিভাগের ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে, এমন বলে তাঁরা। তবে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আরটিআই করেছে। যোগী সরকারের তরফে দাবি করা হয়েছে যে, বিজ্ঞাপন যাঁদের তৈরি করতে দেওয়া হয়েছিল ভুল তাঁদের। এই বিজ্ঞাপন নিয়ে তারা কিছু জানে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =