লড়াইয়ের ৩৩ ঘণ্টা… মুম্বইয়ের ‘নির্ভয়া’ হার মানলেন নৃশংসতার কাছে

লড়াইয়ের ৩৩ ঘণ্টা… মুম্বইয়ের ‘নির্ভয়া’ হার মানলেন নৃশংসতার কাছে

মুম্বই: দিল্লির নির্ভয়া কাণ্ডের নৃশংস স্মৃতি ফিরে এসেছিল মুম্বইয়ে। ধর্ষণের পর মহিলার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে চলেছিল মারাত্মক অত্যাচার। তার পরেও প্রায় ৩৩ ঘণ্টা জীবন যুদ্ধে লড়াই করেছিলেন মুম্বইয়ের ‘নির্ভয়া’। কিন্তু অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হতেই হল তাকে। ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। টুইট করে এমনই জানিয়েছে মুম্বই পুলিশ। 

আরও পড়ুন- মাস্ক ছাড়া রাস্তায়? আজ থেকে শহরজুড়ে কড়া অভিযান

শুক্রবার ভোররাতে মুম্বইয়ের সাকিনাকা এলাকার একটি ফাঁকা টেম্পো থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে। রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসার জন্য। ব্যাখ্যা করা যায় না এমন অত্যাচার চালানো হয়েছিল তার ওপর, সেই গুরুতর আঘাত নিয়েই জীবন যুদ্ধে লড়ছিলেন তিনি। তবে ৩৩ ঘণ্টা পর সেই লড়াই শেষ। মুম্বইয়ের ‘নির্ভয়া’ হার মানলেন নৃশংসতার কাছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়ে গিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, ধর্ষণের আগে মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছে অভিযুক্ত। তার পর তাঁকে ধর্ষণ করে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় সে। বার বার সেই রড দিয়ে মহিলার যৌনাঙ্গে আঘাত করতেও দেখা গিয়েছে। এর পরই মহিলাকে পাশে দাঁড়ানো একটি ফাঁকা টেম্পোতে তুলে সেখান দিয়ে পালিয়ে যায় সে। বেশ কিছু সময় পর এক ব্যক্তি মহিলাকে দেখতে পান। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়েই পুলিশ কন্ট্রোলরুমে ফোন করেন তিনি।

আরও পড়ুন- আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায

হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই মহিলাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মহিলার দেহে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয় ছিল, তাই বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়। তবে শেষরক্ষা হল না। মহারাষ্ট্র প্রশাসনের তরফে স্পষ্ট জানান হয়েছে, যত দ্রুত সম্ভব এই ঘটনার চার্জশিট তৈরি করা হবে, অভিযুক্ত দ্রুত শাস্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − three =