নয়াদিল্লি: দেশের ক্ষমতায় আসার পরেই ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে এগিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ সেই ডিজিটাল ইন্ডিয়ার ৬ বছর সম্পন্ন হল। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক সুবিধা পেয়ে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হয়েছেন এবং দেশ লাভবান হচ্ছে।
ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প থেকে যারা লাভবান হয়েছেন তাদের একাংশের সঙ্গে আজ ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বেড়েছে ভারতে এবং যার সুবিধা পাচ্ছে দেশের সাধারণ মানুষ। অবশ্য ভাবে লাভবান হচ্ছে দেশ। এই প্রেক্ষিতে মূলত অনলাইন পড়াশোনা নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাঁকে। প্রধানমন্ত্রীর কথায়, করোনাভাইরাস পরিস্থিতির জন্য গত দেড় বছর ধরে দেশের অধিকাংশ মানুষ প্রায় গৃহবন্দি এবং শিশুদের পড়াশোনা চলছে অনলাইনে। ডিজিটাল মাধ্যমে পড়াশোনা এগিয়ে চলেছে ছাত্র-ছাত্রীদের, এই প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সব সময় চেষ্টা করে চলেছে যাতে পড়ুয়াদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। এক্ষেত্রে ডিজিটাল ভারতের প্রসঙ্গকেই সবথেকে বেশি গুরুত্ব দেন তিনি। যদিও শুধু অনলাইন পড়াশোনা নয়, অন্যান্য একাধিক ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাচ্ছেন মানুষ বলেও দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের কৃষকরা এখন অনলাইনের মাধ্যমে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন এমনকি ব্যবসায়ীরাও ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুবিধা ভোগ করছেন বলে জানান তিনি। অন্যদিকে, DIKSHA প্রকল্পের মাধ্যমে শিশুদের শিক্ষাদান করা শিক্ষকদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নামেছে সরকারি বাস, দেখা নেই বেসরকারির, ভোগান্তি যাত্রীদের
ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কথা বলতে গিয়ে দেশের টিকাকরণ প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। এর মূল কারণ, ভারতের টিকাকরণের যে অ্যাপ রয়েছে ‘কো-উইন’, তা নিয়ে আগ্রহ দেখিয়েছে আরও অনেক দেশ। দেশ যে প্রযুক্তিগত দিক দিয়ে কতটা উন্নতি করেছে তা পরিষ্কার হয়ে যায় এই ঘটনায়, দাবি প্রধানমন্ত্রীর।
PM Narendra Modi interacts with a beneficiary of DIKSHA scheme, Suhani Sahu from Uttar Pradesh, on completion of 6 years of Digital India.
PM Modi is interacting with beneficiaries of various schemes of Digital India, via video conferencing. pic.twitter.com/ttwlpEbTaB
— ANI (@ANI) July 1, 2021