মোদীর মন্ত্রিসভায় ৭০ জনই কোটিপতি, ফৌজদারি মামলা রয়েছে ৩৩ জনের মাথায়

মোদীর মন্ত্রিসভায় ৭০ জনই কোটিপতি, ফৌজদারি মামলা রয়েছে ৩৩ জনের মাথায়

নয়াদিল্লি:  কাজের মূল্যায়ণ আর রাজনীতির সমীকরণে গড়ে উঠেছে মোদীর মন্ত্রিসভা৷ উঠে এসেছে নতুন নতুন মুখ৷ প্রধানমন্ত্রী সহ মোট ৭৮ জন মন্ত্রী রয়েছেন ক্যাবিনেটে৷ বুধবার মন্ত্রিসভার সম্প্রসারণের পরেই তুলে ধরা হয় মন্ত্রীদের নির্বাচনী হলফনামা৷ তা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ৷ 

আরও পড়ুন- দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরিতে ‘না’! পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার

রিরোর্ট বলছে, মোদীর মন্ত্রিসভায় ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা৷ যা তাঁর মন্ত্রিসভার প্রায় ৪২ শতাংশ৷ অন্যদিকে, নব গঠিত মন্ত্রিসভার ৯০ শতাংশ অর্থাৎ ৭০ জন মন্ত্রীই কোটিপতি! তাঁদের মধ্যে প্রথম চার কোটিপতির সম্পত্তি আবার ৫০ কোটি ছাপিয়ে গিয়েছে৷ এই চার মন্ত্রী হলেন বিমান পরিষেবা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি৷ এর পরেই রয়েছেন পীযূষ গোয়েল৷ তাঁর মোট সম্পত্তি ৯৫ কোটি৷ নারায়ণ রাণে- ৮৭ কোটি এবং রাজীব চন্দ্রশেখর ৬৪ কোটি৷ 

অন্যদিকে, গরিব মন্ত্রীদের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গর সাংসদ জন বার্লা৷ তাঁর সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষের কিছু বেশি৷ এর পরেই রয়েছেন ত্রিপুরার প্রতিমা ভৌমিক৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষের বেশি৷ রয়েছেন রাজস্থানের কৈলাস চৌধুরি এবং ওড়িশার বিশ্বেশ্বর টুডু৷ 

আরও পড়ুন- এক লাফে দেশে দৈনিক মৃত্যু বাড়ল অনেকটা! তবে সুস্থতাই আশা

আবার যে ৩৩ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ৷ বুধবার মন্ত্রিসভার সম্প্রসারণের পরেই এই রিপোর্ট প্রকাশ্যে আসে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =