‘বেটি পড়াও’ বলতে গিয়ে হোঁচট খেলেন মোদী! উচ্চারণ বিভ্রাটে কটাক্ষ

‘বেটি পড়াও’ বলতে গিয়ে হোঁচট খেলেন মোদী! উচ্চারণ বিভ্রাটে কটাক্ষ

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়টা মনে হয় ভাল যাচ্ছে না। কিছুদিন আগেই আন্তর্জাতিক মঞ্চে ভার্চুয়াল বক্তৃতা দিতে গিয়ে অস্বস্তিতে পড়েন তিনি। টেলিপ্রম্পটার বিভ্রাটে চরম কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। এবার আবার বড় অস্বস্তিতে পড়লেন তিনি। এবার উচ্চারণ বিভ্রাট করলেন নমো। তাই নিয়েই এখন আবার বিরোধীরা হইহই শুরু করে দিয়েছে। আর করবেই না কেন। এবার বক্তৃতায় প্রধানমন্ত্রী বলে ফেললেন, ‘বেটি পটাও’! সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে এখন মিমের বন্যা।

আরও পড়ুন- ৫০ বছর পর ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে দিচ্ছেন মোদী

ক্ষমতায় আসার পর বিজেপি অন্যতম বড় প্রকল্প ছিল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। সেই ইস্যুতেই কথা বলে ভার্চুয়ালি বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ওউর’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। সেখানেই ‘বেটি পড়াও’ বলতে গিয়ে তিনি বলে ফেলেন ‘বেটি পটাও’। ব্যস। সেই ভিডিও এখন রীতিমত ভাইরাল। ভিডিওতে অবশ্য প্রধানমন্ত্রীর কথা শুনে ‘বেটি পটাও’ই মনে হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড করছে নমোকে নিয়ে একাধিক মিম। বিরোধীদের অনেকের বক্তব্য, এটাই বিজেপির আসল মুখ। তারা এইসবই শেখাতে পারে, ভাল কিছু শেখাতে পারবে না। বিজেপির থেকে বেশি কিছু আশা করা যায় না। ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।

উল্লেখ্য, দাভোস বিশ্ব অর্থনীতি সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতার মাঝে আচমকাই থাময়েন প্রধানমন্ত্রী৷ খানিক বিরতির পর ফের শুরু করেন ভাষণ৷ আর এর পর থেকেই উত্তাল হয় জাতীয় রাজনীতি৷ ক্যামেরার সামনে প্রায় দশ সেকেন্ড চুপ করে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ এই ঘটনায় রীতিমতো অপ্রস্তুতে পড়েন তিনি৷ এদিকে টেলিপ্রম্পটার ইস্যুকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েন রাহুল গান্ধী-সহ বিরোধীরা নেতৃত্বরা৷ তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রীর টেলিপ্রম্পটার বিভ্রাট বিশ্বমঞ্চে ভারতের নাম ডুবিয়ে দিয়েছে৷ কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ‘#TeleprompterPM’ হ্যাশট্যাগ দিয়ে তুলে ধরাও হয় এই ইস্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *