৫০ বছর পর ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে দিচ্ছেন মোদী

৫০ বছর পর ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির শিখা নিভিয়ে দিচ্ছেন মোদী

নয়াদিল্লি: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানজের স্মৃতিতে অমর জওয়ান জ্যোতি প্রতিষ্ঠা করেছিল তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার৷ ১৯৭২ সালে সেই স্মৃতিসৌধ নিজে উদ্বোধন করেছিলেন ইন্দিরা৷ তবে থেকে রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে অনির্বাণ অমর জওয়াম জ্যোতি৷ পাঁচ দশক পর  অমর জ্যোতির সেই শিখাই নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই শিখা আজ নিয়ে যাওয়া হচ্ছে নবনির্মীত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ।

আরও পড়ুন- বাইডেন-বরিসকে পিছনে ফেলে জনপ্রিয়তার নিরেখে ফের ‘বিশ্বসেরা’ মোদী

ইন্দিরার তৈরি সেই স্মৃতি সৌধ পাথরের স্তম্ভে উল্টো করে রাখা আছে ৭.৬২ স্বয়ংক্রিয় রাইফেল এবং তার উপর একটি সেনা শিরস্ত্রাণের স্মারক৷ তার সামনেই সর্বক্ষণ জ্বলতে থাকে আগুনের শিখা। তবে ৫০ বথর পর সেই অগ্নিশিখার ঠিকানা বদল হচ্ছে৷ এ বার তা চলে যাচ্ছে প্রায় আধ কিলোমিটার দূরে অবস্থিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ।

২০১৯ সালে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া গেট চত্বরেরই ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সময় বিরোধীদের অভিযোগ ছিল, পুলওয়ামা কাণ্ডের আবহে দেশপ্রেমের জিগির তুলে লোকসভা ভোটে জেতার কৌশল নিয়েছে মোদী সরকার৷ সেই উদ্দেশেই এই পদক্ষেপ। ঘটনাচক্রে, আর কয়েকদিন পরেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট৷ তার ঠিক আগে বদলে গেল শহিদ জওয়ানদের স্মৃতিতে প্রজ্জ্বলিত অমর জওয়ান জ্যোতের ঠিকানা৷ 

স্বাধীনতার পর নিজেদের জীবন দিয়ে যে সকল সেনা-জওয়ানেরা দেশ রক্ষা করেছেন, তাঁদের স্মৃতিতেই ৪০ একর জমিতে তৈরি হয় এই যুদ্ধ-স্মারকটি। চারটি সমকেন্দ্রিক বৃত্ত বা চক্রের আকারে এই স্মৃতিসৌধটির দেওয়াল বানানো হয়েছে। আকাশ থেকে দেখলে যা অনেকটা চক্রব্যূহের মতো দেখতে লাগবে। এই চারটির চক্রের নাম অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র। চক্রের দেওয়ালগুলির গায়ে লেখা হয়েছে ২৫ হাজার ৯৪২ জন নিহত সেনার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =