‘দেশের উন্নতিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য’, অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা মোদীর

‘দেশের উন্নতিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য’, অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছা মোদীর

নয়াদিল্লি: জন্মদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার ৫৬-তে পা দিলেন তিনি৷ জন্মদিনের শুভেচ্ছাবার্তায় দেশের প্রতি তাঁর নিষ্ঠা ও অবদানের কথা আরও একবার দেশবাসীকে স্মরণ করালেন নমো৷ বিজেপির শক্তি বৃদ্ধিতে তাঁর প্রচেষ্টার কথাও তুলে ধরলেন তিনি৷ দেশের অগ্রগতিতে অমিত শাহর অবদান দেশবাসী প্রত্যক্ষ করেছে বলে উল্লেখ করেন নমো। 

আরও পড়ুন- শত্রু শিবিরের ঘুম উড়িয়ে ‘নাগ’-এর সফল উৎক্ষেপণ করল DRDO

এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘শ্রী অমিত শাহ জি-কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভারতের উন্নতিতে তাঁর একাগ্রতা ও দক্ষতার সাক্ষী গোটা দেশ। বিজেপিকে শক্তিশালী করতে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন। ভারত মাতার সেবার জন্য তিনি আরও দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হন।’ ২০১৪ থেকে সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় তিনিবিজেপি’র সভাপতি ছিলেন৷ তাঁর ছত্রছায়ায় একের পর এক রাজ্যে গেরুয়া ঝড় ওঠে৷ ২০১৪-র চেয়েও বড় জয় নিয়ে ফিরে আসেন ২০১৯-এ৷ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই স্বরাষ্ট্রমন্ত্রী পদে তাঁকে নির্বাচন করেন নরেন্দ্র মোদী৷ 

এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷ তিনি লেখেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্যাবিনেটে আমাদের সহকর্মী শ্রী অমিত শাহ-জিকে জন্মদিনে হার্দিক শুভেচ্ছা জানাই। দেশের সুরক্ষা নিশ্চিত করতে তিনি মনোযোগ দিয়ে কাজ করছেন। তাঁর ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা অপরিসীম। তাঁর দীর্ঘায়ু কামনা করি।’’ অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছেন দলের অন্যান্য নেতারাও৷ শুভেচ্ছা বার্তা এসেছে বলিউড থেকেও৷ অভিনেত্রী কঙ্গনা রানাউত টুইট করে বলেন, ‘‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার মতন একজন নিষ্ঠাবান নেতাকে পেয়ে আমাদের দেশ গর্বিত৷ যিনি নিষ্ঠার সঙ্গে এক মনে দেশের কল্যাণে কাজ করে চলেছেন।’’ এছাড়াও শুভেচ্ছা বার্তা এসেছে সঙ্গীত শিল্পী কৈলাস খেরের তরফেও৷ 

আরও পড়ুন- উৎসবের মরশুমে ট্রেনের ভাড়া বৃদ্ধি? কী বলছে রেল

১৯৬৪ সালে মুম্বইতে জন্ম হয় অমিত শাহের। অল্প বয়স থেকেই তিনি আরএসএস-এর সঙ্গে যুক্ত তিনি। গুজরাতে বহু বছর স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করেছেন৷ তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার জন্য তাঁকে বর্তমান রাজনীতিতে তাঁকে চাণক্য বলে অভিহীত করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =