টিকার শংসাপত্র থেকে সরাতে হবে মোদীর ছবি! নির্দেশ দিয়েছে কমিশন: সূত্র

টিকার শংসাপত্র থেকে সরাতে হবে মোদীর ছবি! নির্দেশ দিয়েছে কমিশন: সূত্র

নয়াদিল্লি: করোনা ভাইরাস টিকার শংসাপত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে অভিযোগ জানিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। সাংসদ ডেরেক ও’ব্রায়েন থেকে শুরু করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন এই বিষয়ে। সেই প্রেক্ষিতে আবারো বড়সড় ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নির্বাচন কমিশন ইতিমধ্যেই কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যাতে তারা করোনাভাইরাস শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দেয়। পেট্রোল পাম্প গুলিতে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে অভিযোগ করেছিল তৃণমূল, সেই প্রেক্ষিতেও ধাক্কা খায় কেন্দ্র। ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, করোনাভাইরাস শংসাপত্র নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে, পশ্চিমবঙ্গ ছাড়া যে কটি রাজ্যে আগামী দিনে নির্বাচন সংঘটিত হবে সেইসব রাজ্যে যেন করোনাভাইরাস শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি না থাকে। যদিও এইসব রাজ্যগুলি ছাড়া বাকি রাজ্যে শংসাপত্রের প্রধানমন্ত্রীর ছবি থাকাতে অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছিল তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। পেট্রোল পাম্প গুলিতে নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে অভিযোগ জানিয়েছিল তারা, সেই অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি সমস্ত পেট্রোল পাম্প থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে নির্বাচন কমিশন। এবার আবার তৃণমূলে অভিযোগের ভিত্তিতে কার্যত ধাক্কা খেল কেন্দ্র।

আরও পড়ুন: হারের ভয় ঐতিহাসিক ‘লং জাম্প’ মেরেছেন মমতা! চরম কটাক্ষ দিলীপের

এই দুটি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের মূল বক্তব্য ছিল, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেহেতু নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যে সেহেতু, করোনাভাইরাস টিকাকরণ শংসাপত্রে এবং পেট্রোল পাম্প গুলিতে তার ছবি থাকা আদতে নির্বাচনী বিধি ভঙ্গ। সেই ক্ষেত্রে তাঁর ছবি সরিয়ে দিতে হবে। উল্লেখ্য, সম্প্রতি কমিশনের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাদের নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি শংসাপত্র দেওয়া হয়েছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − six =