নয়াদিল্লি: আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান এবং তার সঙ্গে সঙ্গে চিন্তা বেড়েছে নয়াদিল্লির। ইতিমধ্যে বহু ভারতীয় ভারতে ফেরার আবেদন জানিয়েছেন, অনেকেই ইতিমধ্যে দেশে চলে এসেছেন। কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি এখনো বেশ জটিল আকার ধারণ করেই রয়েছে। তাই ভারতের নিরাপত্তা আরো মজবুত করতে তড়িঘড়ি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিবান নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেন তিনি, সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi chairs the meeting of Cabinet Committee on Security (CCS), the meeting is currently underway. pic.twitter.com/TaJr00PZOQ
— ANI (@ANI) August 17, 2021
আরও পড়ুন- বেতন বাড়ছে ৮ লক্ষ কর্মীর, অগাস্ট থেকেই কার্যকর
মনে করা হচ্ছে এই বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি এই প্রেক্ষিতে ভারতের অবস্থান কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সেখানে আটকে পড়া ভারতীয়দের কী ভাবে দেশে ফেরানো হবে তাই নিয়ে আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে ইতিমধ্যে প্রায় ১,৭০০ ভারতীয় দেশে ফেরার আবেদন জানিয়েছে এবং তাদের উদ্ধার করতে চার্টার্ড বিমান ভাড়া করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই আফগানিস্তানের বিশ্বের বহু দেশ তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। সে দেশের পরিস্থিতি যে জটিল এবং পরবর্তী ক্ষেত্রে আরও বেশি করে জটিল হবে তা বলাই বাহুল্য। তাই প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠক যে মারাত্মক গুরুত্বপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই।